সাত সকালেই শ্রমিকের মৃত্যু পথ দুর্ঘটনায় । বৃহস্পতিবার সকালে কাজে আসছিলেন শান্তিপুর বড়জিয়াকুড়ের বাসিন্দা বছর পঞ্চাশের দুলাল সরকার। তিনি বিগত তিন মাস যাবৎ ওই কারখানায় কাজ করেন। সাইকেল নিয়ে , রাস্তা পার হওয়ার সময় তীব্র গতিতে ছুটে আসা একটি লরি পিষে দেয় তাকে। পথ চলতি কিছু মানুষ এবং কয়েকজন গাড়িচালক নেমে ঘাতক ঐ লরিটিকে ধরতে গেলে, ভীষণবেগে লরি চালক পালিয়ে যায় তার লরি নিয়ে।
অন্যান্য শ্রমিকরা চেঁচামেচি শুনে ছুটে আসে, তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার। জানা যায় মৃত ওই শ্রমিক দুলাল সরকারের বাবার নাম বটকৃষ্ণ সরকার, তার স্ত্রী এবং দুই মেয়ে বর্তমান। অত্যন্ত অভাবে পরিবারের, ওই শ্রমিকের মৃত্যুতে নেমে আসে এলাকায়। কারখানার সিসি ক্যামেরায় ঘাতক ওই লরির নাম্বার প্লেট দেখা গেছে কিনা তা খোঁজ করছে শান্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুন – জনতার শাসন!বাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কাজে আসছিলেন শান্তিপুর বড়জিয়াকুড়ের বাসিন্দা বছর পঞ্চাশের দুলাল সরকার। তিনি বিগত তিন মাস যাবৎ ওই কারখানায় কাজ করেন। সাইকেল নিয়ে , রাস্তা পার হওয়ার সময় তীব্র গতিতে ছুটে আসা একটি লরি পিষে দেয় তাকে। পথ চলতি কিছু মানুষ এবং কয়েকজন গাড়িচালক নেমে ঘাতক ঐ লরিটিকে ধরতে গেলে, ভীষণবেগে লরি চালক পালিয়ে যায় তার লরি নিয়ে।
অন্যান্য শ্রমিকরা চেঁচামেচি শুনে ছুটে আসে, তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার। জানা যায় মৃত ওই শ্রমিক দুলাল সরকারের বাবার নাম বটকৃষ্ণ সরকার, তার স্ত্রী এবং দুই মেয়ে বর্তমান। অত্যন্ত অভাবে পরিবারের, ওই শ্রমিকের মৃত্যুতে নেমে আসে এলাকায়। কারখানার সিসি ক্যামেরায় ঘাতক ওই লরির নাম্বার প্লেট দেখা গেছে কিনা তা খোঁজ করছে শান্তিপুর থানার পুলিশ। সাত সকালেই