নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদ ৩০ নভেম্বর ২০২০: বিয়ের দাবিতে আমারণ অনশনে বসলেন যুবতী।ঘটনাটিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সাগরদিঘি থানার নওপাড়া এলাকায়।
জানা গিয়েছে,দীর্ঘ সাত বছর ধরে প্রেমের সম্পর্ক পিউ সরকার ও সদানন্দ ঘোষের।এমনকি বিয়ের প্রতিশ্রুতি ও দেওয়া হয়েছিল আর সেই কথা জানত দুই পক্ষের পরিবারই। তবে গত দুই সপ্তাহ আগে হঠাৎই বেঁকে বসে ছেলে ও ছেলের পরিবার। তারপরই দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। তাই রবিবার সকাল থেকেই প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসেছেন মালদার মানিকচক থানার মথুরা গ্রামের বাসিন্দা পিউ সরকার।পিউ সরকারের দাবি, অন্য এক মেয়ের সঙ্গে সদানন্দের বিয়ের ব্যবস্থা করা হয়েছে।তাই প্রেমিক সদানন্দ এখন বেঁকে বসেছে। তাঁদের অভিযোগ, প্রেমিক সদানন্দ এখন না চেনার ভান কিরছে প্রমিকা পিউ সরকারকে।এছাড়াও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগও আনা হয়েছে।
আরও পড়ুন…বেটিং এর চক্করে মা ও বোনকে খুন করলেন ছেলে
এদিকে প্রেমিকা পিউ সরকার জানিয়েছে,যতক্ষণ না প্রেমিক সদানন্দ তাকে গ্রহণ করছে ততক্ষণ তিনি অনশন করে এইভাবেই বসে থাকবেন।