নাটকের রিহার্সাল চলাকালীন অপ্রত্যাশিত দুর্ঘটনার সম্মুখীন হল এক কিশোর। মহরতের সময়ে প্রাণ হারাল ৯ বছরের এক কিশোর। শিবম নামের ওই কিশোর ফাঁসির দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রাণ হারায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের বদায়ুর বাবত গ্রামে। খবর সূত্রে জানা গিয়েছে, ১৫ আগস্ট – স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের একটি নাটকে ভগৎ সিং এর চরিত্রে অভিনয়ের রিহার্সাল করছিল শিবম। রিহার্সাল চলাকালীন হটাৎ পা পিছলে যাওয়ায় গলায় দড়ি আটকে মৃত্যু হয় শিবমের।
ছবির শুটিং এ নানা দুর্ঘটনার খবর নতুন নয়। কিন্তু এবারে চিত্রটা বদলে দুর্ঘটনার কেন্দ্রস্থল হয়ে দাড়াল নাটকের মঞ্চ। কিশোরের এক আত্মীয় রাম বালা জানিয়েছেন, ‘ নাটকের রিহার্সালের সময়ই মৃত্যু হয়েছে শিবমের।’ একটি টুলের ওপর দাড়িয়ে গলায় দড়ি পেঁচিয়ে নাটকের শেষ দৃশ্যের অর্থাৎ ফাঁসির দৃশ্যের অভিনয় চলছিল । তখনই আচমকা পা পিছলে পায়ের তলা থেকে টুল সরে যায় কিশোরের। উপস্থিত সকলেই নিজেদের চরিত্রে ব্যস্ত থাকায় কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় শিবমের। ঘটনাস্থলেই কয়েক মিনিটের মধ্যে মারা যায় সে।
দুর্ঘটনা সময়কালীন শিবমের বাবা-মা দুজনেই বাইরে চাষের কাজে ব্যস্ত ছিলেন। পাশের গ্রামে নিজের দিদার সঙ্গে থাকত শিবম। কিছুদিনের জন্য বাড়ি ফিরতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনার কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে তার পরিবার। যদিও শিবমের বাবা পুলিশকে জানিয়েছেন, ‘ শিবমকে দিদার বাড়ি যেতে দেওয়া হয়নি বলেই ও আত্মঘাতী হয়েছে।’