রেল কোয়ার্টারে চুরি। সদ্য স্বামীহারা নর্মদা কৌশোর ও মেয়ে মাধুরী কৌশর নিজের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিট দুরে বৃহস্পতিবার রাতে আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন । আধঘণ্টার মধ্যে বাড়ি ফিরে এসে দেখে তছনছ করে বাড়িতে থাকা সব কিছুই চুরি করে নিয়ে গিয়েছে চোরে রা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে এর ইন্দা মোড় এর কাছে রেল কোয়ার্টারে। NBT 92 UNIT A রেল কোয়াটারের পেছন থেকে ঝাঁপ দিয়ে নেমে দরজার তালা ভেঙে বাড়িতে থাকা সমস্ত গয়না জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় দুস্কৃতিরা।
ওই ঘটনার জেরে ভেঙ্গে পড়লেন মা ও মেয়ে। খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে । ইতিমধ্যে খড়গপুর টাউন থানার পুলিশ এসে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগকারী নর্মদা কৌশোর জানিয়েছেন প্রায় চার লাখেরও বেশি সোনা রুপোর জিনিস পত্র তার বাড়ি থেকে চুরি গেছে । আলমারি কার্যত ভেঙ্গে দিয়ে চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে তিনি আবেদন করেছেন যাতে অবিলম্বে চোরদের গ্রেফতার করে তাদের জিনিসপত্র উদ্ধার করে দেয় । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আর ও পড়ুন বিপিন রাওয়াতের দেহ শায়িত মর্গে, আজ শেষ শ্রদ্ধা
উল্লেখ্য, রেল কোয়ার্টারে চুরি। সদ্য স্বামীহারা নর্মদা কৌশোর ও মেয়ে মাধুরী কৌশর নিজের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিট দুরে বৃহস্পতিবার রাতে আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন । আধঘণ্টার মধ্যে বাড়ি ফিরে এসে দেখে তছনছ করে বাড়িতে থাকা সব কিছুই চুরি করে নিয়ে গিয়েছে চোরে রা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে এর ইন্দা মোড় এর কাছে রেল কোয়ার্টারে।
আর ও পড়ুন বিপিন রাওয়াতের দেহ শায়িত মর্গে, আজ শেষ শ্রদ্ধা
NBT 92 UNIT A রেল কোয়াটারের পেছন থেকে ঝাঁপ দিয়ে নেমে দরজার তালা ভেঙে বাড়িতে থাকা সমস্ত গয়না জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় দুস্কৃতিরা। ওই ঘটনার জেরে ভেঙ্গে পড়লেন মা ও মেয়ে। খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে । ইতিমধ্যে খড়গপুর টাউন থানার পুলিশ এসে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগকারী নর্মদা কৌশোর জানিয়েছেন প্রায় চার লাখেরও বেশি সোনা রুপোর জিনিস পত্র তার বাড়ি থেকে চুরি গেছে । আলমারি কার্যত ভেঙ্গে দিয়ে চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে তিনি আবেদন করেছেন যাতে অবিলম্বে চোরদের গ্রেফতার করে তাদের জিনিসপত্র উদ্ধার করে দেয় । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।