নিজস্ব সংবাদদাতা, সল্টলেক, ১৪ অক্টোবর, ২০২০: বিজেপির বিধাননগর উত্তর মন্ডলের পক্ষ থেকে সল্টলেক বিডি মার্কেটের সামনে চা চক্রের আয়োজন করা হয়ছিল।সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বোস। পুজো নিয়ে তাঁর মন্তব্য, কিছু মানুষ পুজো নিয়ে এমন মাতামাতি করে যার ফলে গণ্ডগোল আরও বাড়তে পারে।
আজ চা চক্রের পর বিডি মার্কেট চত্বরে সাধারণ মানুষকে মাস্ক ও ক্যাপ তুলে দিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বোস। পাশাপাশি, তিনি বলেছেন, দুর্গা উৎসব পুজোর উৎসব বলে কিছু লোক এমন মাতামাতি করে মণ্ডপে মণ্ডপে তাতে বিপদ বাড়তে পারে।
আরও পড়ুন…মণীশ শুক্লা খুনের প্রতিবাদে তৃণমূলের শান্তির মিছিল
সেদিকে সতর্ক থাকা উচিত।পুজো হোক ভক্তি থাকুক কোনো অসুবিধা নেই ।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কিন্তু সেখানে যেন একটু কন্ট্রোল রাখা হয় ও স্বাস্থ্য বিধি মেনে চলা হয়।