চাকরি প্রার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়ালো। দোতালার ঘরের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম কৌশিক পাল বয়স আনুমানিক ২২ বছর, বাড়ি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার কালীপুরে। স্থানীয় সূত্রে খবর কৌশিক ও তার মা বাড়িতে একাই থাকতেন। কৌশিক কলেজের পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছিলেন, তবে মাঝে মধ্যে মনমরা হয়ে থাকতো কৌশিক। গতকাল রাতে মায়ের করা খাবার খেয়ে ঘরে শুতে যাই কৌশিক, রাতে হঠাৎই কৌশিককে ডাকতে যায় তার মা।
সারা শব্দ না পাওয়াতে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে কৌশিক গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর ঘরের ভেতর থেকে কৌশিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা কৌশিক কে মৃত বলে ঘোষণা করে।
আজ মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই শান্তিপুর থানার পুলিশ। তবে কৌশিকের আত্মঘাতীর কারণ নিয়ে প্রতিবেশীদের প্রশ্ন করলে তারা রীতিমতো হতবাগ। তবে কি কলেজের পড়াশোনা শেষ করে চাকরি না পাওয়ার কারণে কৌশিক আত্মহত্যার রাস্তা বেছে নিল, নাকি তার আত্মঘাতির পেছনে রয়েছে অন্য কোন রহস্য। তবে পুলিশ এই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে
উল্লেখ্য, চাকরি প্রার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়ালো। দোতালার ঘরের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম কৌশিক পাল বয়স আনুমানিক ২২ বছর, বাড়ি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার কালীপুরে। স্থানীয় সূত্রে খবর কৌশিক ও তার মা বাড়িতে একাই থাকতেন। কৌশিক কলেজের পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছিলেন, তবে মাঝে মধ্যে মনমরা হয়ে থাকতো কৌশিক। গতকাল রাতে মায়ের করা খাবার খেয়ে ঘরে শুতে যাই কৌশিক, রাতে হঠাৎই কৌশিককে ডাকতে যায় তার মা।
সারা শব্দ না পাওয়াতে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে কৌশিক গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর ঘরের ভেতর থেকে কৌশিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা কৌশিক কে মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই শান্তিপুর থানার পুলিশ।