করোনা আবহেও লক্ষ্মী পুজোয় নেই খামতি

করোনা আবহেও লক্ষ্মী পুজোয় নেই খামতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩১ অক্টোবর ২০২০ শিলিগুড়ি:করোনা আবহে মা লক্ষ্মীকে বরন করা থেকে বিরত নেই বাঙালী পরিবারগুলি। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও মা লক্ষ্মীর পুজোয় মশগুল সকল বাঙালী পরিবারগুলিই।

ঘরের ভেতরে পুজো তাই আড়ম্বরেও নেই কোনো খামতি। এ বছর কাল ও আজ দুদিন কোজাগরী লক্ষ্মী পুজো আগামী কাল সন্ধ্যার পর থেকে আজ সকাল পর্যন্ত লক্ষ্মী পুজোর তিথি। মূলত সন্ধ্যার পরই বেশিরভাগ মানুষ লক্ষ্মীদেবীর আরাধনা করে থাকেন। সেই মতো শিলিগুড়ির প্রধাননগরে ৫৭ তম লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন চক্রবর্তী পরিবার। ১৯৬৩ সালে ঠাকুরদার আমল থেকে পুজোর প্রচলন শুরু। প্রতিবছর এই পুজো আরও একটু বড় আকারে করতে করতে বর্তমানে তা প্রায় উৎসবের আকার নিয়েছে। তবে এই পরিবারের তরফে প্রতিমা নিরঞ্জন করা হয় না। সারাবছর প্রতিমা থাকে।

আরও পড়ুন…পুলিশ লকআপে যুবকের মৃত্যু, অভিযোগ মৃতের পরিবার

পরের বছর ফের নতুন প্রতিমা এনে পুজো করা হয়। করোনা আবহে এ বছরও পুজোর আড়ম্বরে এতটুকুও খামতি নেই চক্রবর্তী পরিবারের। গত বছরের তুলনায় এ বছরও আরও একটু বড় করে করা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top