নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ১৬ অক্টোবর, ২০২০:বহরমপুর হরিদাস মাটি অঞ্চলের বিহারী পাড়ায় সন্ধ্যের পর থেকেই আতঙ্কে কাটে গ্রামবাসীদের। কারণ ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের গ্রামে কোন স্ট্রিট লাইট নেই, ফলে সন্ধ্যা হতেই মদের আসর বসে। গ্রামের মেয়েরা তো সুরক্ষিত নয়ই বরং ওই দুষ্কৃতিদের অত্যাচারে ওই এলাকার ছেলেরাও বেড়োতে ভয় পান।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা হলেয় ঘরের বাইরে বেরোতে পারেন না গ্রামবাসী । একদিকে সন্ধ্যা হলেই ঝিঁঝিঁ পোকার ডাক ও শিয়ালের উপদ্রব অন্যদিকে মদ মাতালের আড্ডা । বিহারী পাড়ার মেয়েরা রাতের বেলা প্রাইভেট পড়তে যেতে ভয় করে । সন্ধ্যা হলেই ঘরে ঢুকে পড়তে হয় বিহারী পাড়ার গ্রামবাসীদের । তার কারণ হলো এখনো পর্যন্ত কোনো রকম লাইটের ব্যবস্থা নেই । সেই কারণেই সন্ধ্যা হল এই সমস্যার মুখে পড়তে হয় গ্রামবাসীদের । তাছাড়াও গ্রামবাসীরা জানিয়েছেন লাইক না থাকার কারণে চুরি আরো অনেক বেড়ে গেছে গ্রামে ।
আরও পড়ুন…মনীশ শুক্লার খুনে সিআইডির তলবে আরও দুই
হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজাদা দাসের সাথে কথা বললে তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই গোটা হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত লাইট চলে আসবে।