পুরনোরা সরে যাবে, নতুনরা আসবে…… অভিষেক নিয়ে কী বললেন ফিরহাদ হাকিম?

পুরনোরা সরে যাবে, নতুনরা আসবে…… অভিষেক নিয়ে কী বললেন ফিরহাদ হাকিম?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুরনোরা সরে যাবে, নতুনরা আসবে…… অভিষেক নিয়ে কী বললেন ফিরহাদ হাকিম? রাজনীতিতে হতাশার কোনও স্থান নেই। পুরনোরা সরে যাবে, নতুনরা আসবে। নতুন পুরনো মেলবন্ধনেই কাজ সামনের দিকে এগিয়ে যাবে। রবিবার সিউড়িতে সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একসঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বের প্রশংসাও শোনা গেল তাঁর গলায়। সাংবাদিকদের প্রশ্নে এদিন ফিরহাদ যা বললেন, তাঁর আচরণভঙ্গিও অতি সম্প্রতি ঘটে যাওয়ার কয়েকটি বিতর্কের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক কয়েকটি ইস্যু, আর তাতে ফরিহাদের কন্ঠে রবীন্দ্রনাথের বুলি কিংবা ‘ইন্ডিভিজুয়াল লোক’ নামক শব্দবন্ধগুলিতে বেশ বড় জল্পনা তৈরি হয়েছিস। এক ব্যক্তি এক পদ নীতি থেকে যে বিতর্কের উত্থান হয়েছিল, সেই অধ্যায়ের শেষ সংযোজন পার্কিং ফি বিতর্ক। গত কয়েক মাসে ফিরহাদকে বেশ কয়েকবার আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে।

 

 

 

 

 

 

সাম্প্রতিককালে শাসকদলে নবীন বনাম প্রবীণ তত্ত্ব সামনে এসেছে। বর্ধিত পার্কিং ফি নিয়ে মমতা- বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কুণাল ঘোষের বার্তা দেওয়ার পর, কার্যত পিছু হটতে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমকে। সেক্ষেত্রেও উঠে এসেছিল, সেই একই নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বের তত্ত্ব। সেই ইস্যুকেও তুচ্ছ করে এদিন ফিরহাদ বলেন, ” আমাদের দলের জেনারেল সেক্রেটারি অভিষেক, নিশ্চিতভাবে নেতৃত্ব দিচ্ছেন। মমতার নেতৃত্বে সবাই মিলে লড়াই করছি।”

 

 

 

 

 

এর আগে এক সংবাদমাধ্যমকেই সাক্ষাৎকারে পার্কিং ফি ইস্যুতে বলতে শোনা গিয়েছিল, ‘ ইন্ডিভিজুয়াল লোক কি বলল তাতে কিছু এসে যায় না’। এই ব্যক্তিবিশেষ কে, তা নিয়ে তৈরি হয়েছিল হাজারও জল্পনা। এবার ফিরহাদের এই বক্তব্য সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে যথেষ্টই তাৎপর্যপূর্ণ, বলছে অভিজ্ঞ মহল।

 

 

 

 

আরও পড়ুন – সাংবাদিকদের জন্য নির্দেশিকা প্রকাশ করবে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

 

 

 

রবিবার সিউড়িতে অবশ্য সাংবাদিকদের সামনে ফিরহাদ বলেন,”মমতাদির নেতৃত্বে একটা বিরাট সময় ৩৪ বছর ধরে আমরা লড়াই করেছি। এখনও সেই কাজটাকে যদি চালিয়ে যেতে হয়, তাহলে সেই আদর্শকে নতুন প্রজন্মের হাতে দিতে হবে।” তৃণমূলের নতুন-পুরনো দ্বন্দ্ববিতর্কের মাঝেই জীবনের পাঠ শোনালেন তিনি। ফিরহাদ বলেন, “নতুন প্রজন্মকে আমরা বারবার আহ্বান জানাচ্ছি। রাজনীতিতে কোনও হতাশা নেই। যেরকম আমাদের সিনিয়ররা আমাদের ডেকে নিয়ে এসেছিলেন, সেরকম আমরাও আমাদের পরের প্রজন্মকে ডেকে আনব।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top