শরীর সুস্থ রাখতে নাজেহাল, এবার বাস্তু হবে সহায় আপনার

শরীর সুস্থ রাখতে নাজেহাল, এবার বাস্তু হবে সহায় আপনার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
health

রোজকার একঘেয়ে জীবনে ক্লান্তি আর হতাশা যেন পিছন ছাড়ে না। কিন্তু সুস্থ শরীরই সুস্থ মস্তিষ্ক গড়ে তুলতে পারে। শরীর এবং মন দুই ভালো থাকলে সমস্ত স্বপ্নই পূরণ করা যায়। ঠিক তেমনই শরীরে অস্বস্তি থাকলে পড়তে হয় নানান সমস্যায়। এই দুশ্চিন্তা ভরা জীবন থেকে বেরিয়ে আসতে অনেকেই যোগা, ভালো খাওয়া দাওয়া করে থাকেন। কিন্তু এর পাশাপাশি প্রয়োজন বাস্তু শাস্ত্রের কিছু উপায় যা কিনা ব্যক্তির স্বাস্থ্য ও লাভের জন্য উপকারী।

ছোটখাটো ভুলের কারণে হতে পারে বাস্তুদোষ। তাই বাড়ির বাস্তু দোষ দূর করা অতি আবশ্যক। দেখে নিন বাস্তু সংক্রান্ত কিছু টিপস্ যা স্বাস্থ্য উন্নত করতে পারে-

১) বাড়ির সামনে কোনও বড় গাছ বা পোস্ট থাকলে এবং তার ছায়া বাড়ির ওপরে পড়লে তাও হতে পারে বাস্তু দোষের কারণ।

২) খেতে বসলে মুখ যেনো পূর্ব বা উত্তর দিকে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এতে হজম শক্তি ভালো হয়।

৩) ঘুমানোর সময় অবশ্যই বাস্তু নিয়ম মেনে চলা উচিত। উত্তরে মাথা ও দক্ষিণে পা রেখে ঘুমানো উচিত না। এর ফলে অনিদ্রা, মাথাব্যথা জনিত সমস্যা দেখা দেয়।

৪) পরিবারে কোনও গর্ভবতী মহিলা থাকলে তাদের শয়নকক্ষ দক্ষিণ-পশ্চিম দিকে হওয়া উচিত।

৫) বাস্তু মতে শয়নকক্ষে কখনও পুরনো ও অপ্রয়োজনীয় জিনিস একত্রিত করবেন না। এর ফলে গৃহে নেতিবাচক শক্তির সঞ্চার হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top