Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
এশিয়ান গেমসে তৃতীয় সোনা ভারতের ঘরে

এশিয়ান গেমসে তৃতীয় সোনা ভারতের ঘরে

এশিয়ান গেমসে তৃতীয় সোনা ভারতের ঘরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
এশিয়ান গেমসে তৃতীয় সোনা ভারতের ঘরে

এশিয়ান গেমসের তৃতীয় দিনে তৃতীয় সোনা এলো ভারতে। সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিংহ, হৃদয় বিপুল চেদ্দা ও অনুশ অগ্রবালের ইকুয়েস্ট্রিয়ান (Equestrian) দল ইতিহাস গড়ল। ৪১ বছর পর জিতল সোনা। এশিয়ান গেমসে (Asian Games 2023) ড্রেসেজ টিম ইভেন্টে তৃতীয় সোনা জিতল ভারত। ভারতীয় দল শুরুর দিকে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। কিন্তু সেই স্থান থেকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান সুদীপারা।

আরও পড়ুন: ৩৫ টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, যুক্ত ছিল পার্থও, সিবিআইয়ের নয়া রিপোর্ট নিয়ে চাঞ্চল

একসময় চিন এবং হংকং ভারতীয় দলের থেকে এগিয়ে গিয়েছিল। ব্রোঞ্জ পদকই ভারতের একমাত্র বিকল্প বলে মনে হচ্ছিল। এমন পরিস্থিতিতে অনুশ এবং তাঁর ঘোড়া ইত্রো ৭১.০৮৮ পয়েন্ট স্কোর করে। এর সুবাদেই ব্যক্তিগত তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে অনুশ। বাকিরাও নিজেদের পারফরম্যান্সে উন্নতি করে এবং ভারতীয় দল শীর্ষে উঠে আসে।



চেদ্দা ৬৯.৯৪১, দিব্যাকৃতি ৬৮.১৭৬ স্কোর করেন। সুদিপ্তীর সংগ্রহ ৬৬.৭০৬। এর সুবাদেই চার দশকেরও অধিক সময় ধরকে ইকুয়েস্ট্রিয়ানে ভারতের সোনা জয়ের অপেক্ষার অবলসান ঘটল। এটি আজকে ভারতের তৃতীয় পদক। এর আগে আজকের দিনের দুইটি পদকই সেলিংয়ে জিতেছিল ভারত।

 

চিনে আয়োজিত ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতকে প্রথম পদক এনে দিল নেহা ঠাকুর (Neha Thakur)। ১১টি রেসের পর হিলাদের ডিংহি আইএলসিএ৪ সেলিংয়ে রুপো জিতে নিল নেহা। গোটা প্রতিযোগিতা জুড়েই সে ধারাবাহিকাভাবে পারফর্ম করেছে। সেই ধারাবাহিকতারই সুফলস্বরূপ পোডিয়ামে শেষ করল তরুণী।



১১টি রেসের পর মোট ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ১৭ বছর বয়সি ভারতীয় সেলার। তাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুনজান শীর্ষে শেষ করে সোনা জেতে। অপরদিকে, ২৮ পয়েন্ট পাওয়া সিঙ্গাপুরের কেইরা মারি তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতে নেন।

 

তবে শাও ইয়াকির বিরুদ্ধে হেরে এশিয়ান গেমসের সফর শেষ হল ভবানী দেবীর। গত বারের রুপোজয়ীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৭-১৫ স্কোরলাইনে হারলেন ভারতীয় তারকা। এই ম্যাচের আগে দুরন্ত ছন্দে ছিসলেন ভবানী দেবী। নাগাড়ে ছয়টি ম্যাচ জিতেছিলেন তিনি। ভবানী গ্রুপ পর্বে পাঁচটির মধ্যে পাঁচটি ম্যাচেই জয় পান। নক আউট পর্বে শীর্ষ বাছাই হওয়ায় বাই পেয়ে সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ফেন্সার। তবে এখানেই শেষ হল তাঁর সফর।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top