নিউজ ডেস্ক ১ ডিসেম্বর ২০২০:দুই থেকে তিন হবেন বিরাট-অনুষ্কা। অপেক্ষা আর মাত্র কিছুদিনের। ফিটনেস হিরো মানেই এক কথায় ক্রিকেট তারকা বিরাট কোহলি।
তবে কম জাননা স্ত্রী অনুস্কা শর্মা। যোগব্যায়াম তাঁর জীবনে একটা গুরত্বপূর্ণ অংশ।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে মাথা নিচে পা উপরে শীর্ষাসন করছেন অনুস্কা আর সাভধানতা অবলম্বনের জন্য ভারসাম্য ধরে রাখতে সাহায্য করছে দক্ষ স্বামী বিরাট কোহলি।দেখা যাচ্ছে কালো টি-শার্ট এবং হালকা আকাশি ট্র্যাক প্যান্টে আসনে মনোযোগী অনুষ্কা। তাঁর দু’টি পা ধরে রেখে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন বিরাট। আপাতত কাছের মানুষ এবং শরীর চর্চা নিয়েই মজে রয়েছেন হবু মা । শীর্ষাসন নাকি ‘সব চেয়ে’ কঠিন, ছবির ক্যাপশনেই অনুষ্কার অকপট স্বীকারোক্তি। তিনি লিখলেন, ‘যোগব্যায়াম যেহেতু আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশও, তাই চিকিৎসক আমাকে সে সব ব্যায়াম করার অনুমতি দিয়েছেন যেগুলি আমি গর্ভাবস্থার আগে করতাম।
আরও পড়ুন…গুন্ডা মাফিয়া মন্তব্যে সরগরম রাজনৈতিক মহল
শুধুমাত্র খুব ঘুরে বা সামনে ঝুঁকে পড়ে যে সব ব্যায়াম করতে হয়, সেগুলি বাদ রাখার নির্দেশ দিয়েছেন। সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে ফিট রাখছেন অনুস্কা।