
নিজস্ব সংবাদদাতা , কোলকাতা:- পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে গরু পাচারকারীদের বিরুদ্ধে সিবিআইয়ের ম্যারাথন অভিযান। আর সেখানেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে একাধিক বিএসএফের অফিসারের নাম। সকাল থেকে অভিযান চলছে রাজারহাট, সল্টলেক, তপসিয়ার পাশাপাশি, মুর্শিদাবাদের বহরমপুর, লালগোলা এমনকি শিলিগুড়িতেও । গরু পাচারকারী এনামুল হকের বাড়িতে এবং বিভিন্ন অফিসে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে সিবিআই। গরু পাচার চক্রের মতো এতো গর্হিত অপরাধের সাথে বি এস এফের নাম জড়ানোয় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


















