কলকাতায় ‘রাম মন্দির’, উদ্বোধনে অমিত শাহ! অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) এবার কলকাতায় (Kolkata)। দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজোয় এবারের থিম রাম মন্দির (Ram Mandir)। শনিবারই থিমের উদ্বোধন করলেন পুজো উদ্যোক্তারা। সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square) বা লেবুতলা পার্কের (Lebutala Park) পুজোর পরিচিতি প্রদীপ ঘোষ (Pradeep Ghosh), সজল ঘোষের (Sajal Ghosh) পুজো হিসাবে। থিমের উদ্বোধনে ছিলেন সজলও (Sajal Ghosh) । এমনও শোনা যাচ্ছে, এবার পুজোর উদ্বোধনে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সঙ্গে থাকার কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদেরও। প্রতি বছরই লেবুতলা পার্কের পুজো (Lebutala Park puja ) নতুন নতুন চমক রাখে। গতবার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ছিল লেবুতলার পুজোর থিম। লেজার শো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল দেশমাতার বীরসন্তানদের বীর গাথা। এবার অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) ।
থিমের উদ্বোধনে সজল ঘোষ (Sajal Ghosh)।
আশ্বিনের শারদপ্রাতে নয়, এবার দেবীর আবাহন কার্তিকে। তবে ইতিমধ্যেই বড় পুজোগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কলকাতার (Kolkatar) পুজোর কথা উঠলে নিঃসন্দেহে লেবুতলা পার্কের কথা বলতেই হয়। উত্তর কলকাতার বড় পুজো গুলোর মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক পুজো অন্যতম নাম করা পুজো । জাঁকজমকের নিরিখে প্রথম সারিতে। কখনও সোনার দুর্গা, কখনও রাজস্থানের লক্ষ্মীনারায়ণ মন্দির, কখনও লালকেল্লা এ পুজোর থিম হয়েছে।
আরও পড়ুন – ‘সফল অপরাধী, কিন্তু ব্যর্থ অভিনেতা’, যাদবপুরকাণ্ডে ধৃতদের কোর্টে তুলতেই গর্জে উঠলেন সরকারি…
আরও পড়ুন – তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ফিরহাদের জামাই ইয়াসির হায়দারের, পতাকা তুলে দিলেন অধীর…
গতবার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ছিল লেবুতলার পুজোর থিম। লেজার শো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল দেশমাতার বীরসন্তানদের বীর গাঁথা।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )