১০০ বছরের ইতিহাসে এই প্রথম, তর্পণের দিনই ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা

১০০ বছরের ইতিহাসে এই প্রথম, তর্পণের দিনই ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১০০ বছরের ইতিহাসে এই প্রথম, তর্পণের দিনই ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। মহালয়াতেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তবে এবারের মহালয়াটা বাকি বছরের মহালয়ার (Mahalaya) থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। কারণ এবারের মহালয়াতে হতে চলেছে সূর্যগ্রহণ (Solar Eclipse)। গত ১০০ বছরে এমন বিরল ঘটনা ঘটেনি। আগামী ১৪ অক্টোবর মহালয়া। পিতৃ তর্পণের দিনই সূর্য গ্রহণ হতে চলেছে। তবে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

 

 

 

 

 

 

প্রতি বছরই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়। এবারে মোট চারটি গ্রহণ রয়েছে। এরমধ্যে দুটি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। ইতিমধ্য়েই একটি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ পড়েছে মহালয়ার দিন, ১৪ অক্টোবর। বিগত ১০০ বছরের ইতিহাসে কখনও মহালয়ার দিন সূর্যগ্রহণ পড়েনি। ফলে এটিকে বিরল সূর্যগ্রহণ বলেই গণ্য করা হচ্ছে।

 

 

 

 

 

উল্লেখ্য়, চলতি বছরে যে দুটি গ্রহণ হয়েছিল, সেগুলিও ভারত থেকে দেখা যায়নি। গত ২০ এপ্রিল সূর্যগ্রহণ ছিল, চন্দ্রগ্রহণ ছিল ৫ মে। আগামী ১৪ অক্টোবর, মহালয়ার দিন দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে। তার ১৫ দিন বাদে, ২৯ অক্টোবর দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে।

 

 

 

 

আগামী ১৪ অক্টোবর রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ লাগবে। গ্রহণ ছাড়বে তার পরেরদিন মধ্য়রাতে, ২টো ২৫ মিনিটে। তবে ভারতে সেই সময় রাত থাকায় সূর্যগ্রহণ দেখা যাবে না। এবারে মোট চারটি গ্রহণ রয়েছে। এরমধ্যে দুটি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। ইতিমধ্য়েই একটি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ পড়েছে মহালয়ার দিন, ১৪ অক্টোবর।

 

 

 

আরও পড়ুন –  WhatsApp ব্যবহারকারীরা এবার HD কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন,

 

 

 

 

 

জানা গিয়েছে, ভারতে দেখা না গেলেও, কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কিউবা, পেরু, উরুগুয়ে, ব্রাজিল, ডোমিনিকা, বাহামা থেকে সূর্যগ্রহণ দেখা যাবে।

 

( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top