স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু মণিপুরে ,কড়া নিরাপত্তা গোটা রাজ্যে , রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day) ,তার আগে মণিপুরে (Manipur) যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য তৎপর কেন্দ্র। তাই স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে মণিপুরে (Manipur) নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ইম্ফলে রাজ্য সরকারের তরফে উদযাপিত হবে দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। সেই অনুষ্ঠানে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয়, সে ব্যাপারে তৎপর সরকার। তাই গোটা রাজধানী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। অস্থায়ী লোহার প্রাচীর তুলে কুচকাওয়াজের প্রস্তুতিও শুরু হয়েছে।
এদিকে, মণিপুরের (Manipur) কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইতিমধ্যে স্বাধীনতা দিবসে (Independence Day) রাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের সেই ধর্মঘট রুখে দিতে বদ্ধপরিকর সরকার। তাই এদিন থেকেই গোটা রাজ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ছাত্র সংগঠন-সহ বিভিন্ন সংস্থার তরফে রাজ্যজুড়ে স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।
প্রসঙ্গত, দিন দুয়েক আগে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) বলেছিলেন, মণিপুর (Manipur) তাঁর ‘হৃদয়ের অংশ’। তাই স্বাধীনতা দিবসে (Independence Day) মণিপুরে শান্তি বজায় রাখতে কেন্দ্র যে তৎপর, তা এই অতিরিক্ত নিরাপত্তার ঘটনাতেই স্পষ্ট।
আরও পড়ুন – স্বাধীনতা দিবসে ‘সেলফি’ তুললে ১০,০০০ টাকা পুরস্কার, ঘোষণা কেন্দ্রের,
অন্যদিকে, স্বাধীনতা দিবসের (Independence Day) আগে অশান্তি ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে। রবিবারই রাজ্যের পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। শনিবারও বিষ্ণুপুর, চুড়াচাঁদপুর,পূর্ব ও পশ্চিম ইম্ফল-সহ বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল। দু-দিনের তল্লাশি অভিযানে ১২টি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি ও বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ (Police) । এছাড়া মাদকও উদ্ধার হয়েছে।
( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )