Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
আবার কর্নাটক রাজনীতিতে টিপু সুলতানকে ঘিরে বিতর্ক

আবার কর্নাটক রাজনীতিতে টিপু সুলতানকে ঘিরে বিতর্ক, কী করতে পারেন দেখি’! বিজেপি নেতাকে চ্যালেঞ্জ ওয়েইসির

আবার কর্নাটক রাজনীতিতে টিপু সুলতানকে ঘিরে বিতর্ক, কী করতে পারেন দেখি’! বিজেপি নেতাকে চ্যালেঞ্জ ওয়েইসির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আবার কর্নাটক রাজনীতিতে টিপু সুলতানকে ঘিরে বিতর্ক, কী করতে পারেন দেখি’! বিজেপি নেতাকে চ্যালেঞ্জ ওয়েইসির, কর্নাটকের রাজনীতিতে টিপু সুলতান নামটি গত কয়েক বছর ধরেই বিজেপির মেরুকরণের রাজনীতির হাতিয়ার বলে অভিযোগ। বিজেপির চোখে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের শহিদ টিপু ‘হিন্দু হত্যাকারী’। হিজাবের পরে এ বার টিপু সুলতান। বিধানসভা ভোটের আগে কর্নাটক রাজনীতিতে মেরুকরণের কেন্দ্রে এ বার অষ্টাদশ শতকের মহীশূরের (বর্তমান মাইসুরু) সুলতান। বুধবার কর্নাটক বিজেপির সভাপতি তথা সাংসদ নলিনকুমার কটীল বলেছিলেন, ‘‘কর্নাটকের পবিত্র মাটিতে টিপু সুলতানের অনুগামীদের বেঁচে থাকাই উচিত নয়!’’

 

 

 

প্রসঙ্গত, বুধবার কর্নাটকের কোপ্পল জেলার ইয়েলাবুর্গা শহরে বুধবার বিজেপির একটি কর্মসূচিতে বক্তৃতায় নলিন আরও বলেন, ‘‘আমরা ভগবান রাম, ভগবান হনুমানের ভক্ত। আমরা ভগবান হনুমানের সামনে প্রার্থনা করি, প্রণাম জানাই। আমরা টিপু সুলতানের বংশধর নই। আসুন টিপুর বংশধরদের তাঁদের দেশে ফেরত পাঠাই!’’ তাঁর ওই মন্তব্যের পরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কন্নড় রাজনীতিতে। কংগ্রেস নলিনের মন্তব্যের নিন্দা করে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলেছে।

 

 

এ প্রসঙ্গে কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার বলেন, ‘‘পরিকল্পিত ভাবে রাজ্যে ধর্মীয় মেরুকরণ ঘটাতে চাইছে বিজেপি।’’ তাঁর অভিযোগ, এর আগে হিজাব বিতর্কের ক্ষেত্রেও একই কৌশল নিয়েছিল পদ্ম-শিবির। একই অভিযোগ তুলেছেন ওয়েইসিও।

 

আরও পড়ুন –  ত্রিপুরায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে একাধিক কেন্দ্র থেকে, অভিযোগ বিজেপির বিরুদ্ধে,আক্রান্ত বামেরা

বৃহস্পতিবার নলিনের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়লেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। সংবাদ সংস্থা এনএনআই-কে সাক্ষাৎকার দেওয়ার সময় নলিনকে উদ্দেশ করে ওয়েইসি বলেন, ‘‘আমি টিপু সুলতানের নাম নিলাম। দেখি তুমি আমার কী করতে পারো!’’ পাশাপাশি, সাম্প্রদায়িক মেরুকরণ ঘটিয়ে অশান্তির চেষ্টার অভিযোগে নলিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য কেন্দ্র এবং কর্নাটকের বিজেপি সরকারের কাছে দাবি জানিয়েছেন মিম প্রধান।

 

 

কর্নাটকের রাজনীতিতে টিপু সুলতান নামটি বরাবরই বিজেপির মেরুকরণের রাজনীতির হাতিয়ার। বিজেপির চোখে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের শহিদ টিপু ‘হিন্দু-হত্যাকারী’। শ্রীরঙ্গপত্তনমে টিপুর মসজিদ আদতে মন্দির ভেঙে গড়া বলেও হিন্দুত্ববাদীদের অভিযোগ। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার টিপুর জন্মজয়ন্তী পালন শুরু করার পরে সেই মেরুকরণ আরও চরমে পৌঁছয়। অমিত শাহ সরাসরি ওই ঘটনাকে ‘মুসলিম তোষণ’ বলেছিলেন।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top