TMC নেতার সাহসিকতায় প্রাণে বাঁচল দুই শিশু!

TMC নেতার সাহসিকতায় প্রাণে বাঁচল দুই শিশু!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জলপাইগুড়ি – জলপাইগুড়ির রায়পুর চা বাগানে রক্ত হিম করা ঘটনা। অজয় মুণ্ডা নামে এক ব্যক্তি স্ত্রী কুসুম মুণ্ডাকে খুন করে দুই নাবালক সন্তানকে দা ঠেকিয়ে ঘরে বন্দি করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ছিটকিনি-বন্ধ দরজা ভাঙতে ব্যর্থ হয়। এ সময় হাজির হন তৃণমূল নেতা ও প্রাক্তন SSB জওয়ান কৃষ্ণ দাস। তাঁর সাহসিকতায় উদ্ধার হয় দুই শিশু।প্রায় চার ঘণ্টার টানাপোড়েনের মধ্যে কৃষ্ণ দাস তাঁর SSB ট্রেনিংয়ের অভিজ্ঞতা কাজে লাগান। “নাগাল্যান্ডে জঙ্গি মোকাবিলার ট্রেনিং আমাকে সাহস দিয়েছে,” বলেন তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি পুলিশের সহায়তায় দরজা খুলে অভিযুক্তের উপর ঝাঁপিয়ে পড়েন, অস্ত্র কেড়ে নেন এবং শিশুদের উদ্ধার করেন। পুলিশ অজয়কে গ্রেফতার করে মৃতদেহ উদ্ধার করে।এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। কৃষ্ণ দাসের সাহসিকতা প্রমাণ করে, প্রশিক্ষণ ও উপস্থিত বুদ্ধি জীবন বাঁচাতে কতটা গুরুত্বপূর্ণ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top