ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের TMC-র প্রধানের বিরুদ্ধে বিজেপির অনাস্থা প্রস্তাব খারিজ

ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের TMC-র প্রধানের বিরুদ্ধে বিজেপির অনাস্থা প্রস্তাব খারিজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
TMC
ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের TMC-র প্রধানের বিরুদ্ধে বিজেপির আনা অনাস্থা প্রস্তাব খারিজ
ছবি সংগ্রহে সাইন টীভি

ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের TMC-র প্রধানের বিরুদ্ধে বিজেপির অনাস্থা প্রস্তাব খারিজ।প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ২০ আসন বিশিষ্ট ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১১টি আসনে জয়লাভ করে বিজেপি, ৬টি আসনে জয়লাভ করে TMC কংগ্রেস এবং ৩টি আসনে জয়লাভ করে বামফ্রন্ট। এর পরবর্তী সময়ে তৎকালীন বিজেপির প্রধান মল্লিকা কর্মকার সূত্রধর তৃনমূলে যোগদান করার কারনে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭। এরপরেই বিজেপির পক্ষ থেকে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনা হয়।

আর ও পড়ুন ; Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil

বৃহস্পতিবার ছিল ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের আস্থা ভোট। এদিনের এই আস্থা ভোট ঘিরে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না হয় সেই কারনে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অফিস চত্বর কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। প্রাসনিক তোড়জোড়ও ছিল চোখে পড়ার মত। যদিও এদিনের এই আস্থা ভোটে যোগ দিতে বিজেপির ৯ জন সদস্য-সদস্যা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অফিস চত্বরে উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন TMC-র ৭ জন সদস্য, বামফ্রন্টের ৩ জন এবং বিজেপির ১ জন সদস্য।

 

নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২০ জন সদস্য-সদস্যার মধ্যে ১১ জন সদস্য-সদস্যা অনুপস্থিত থাকায় আইন মোতাবেক বিজেপির পক্ষ থেকে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মল্লিকা কর্মকার সূত্রধর-এর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায়। একটি সূত্র মারফৎ প্রাথমিকভাবে জানা গেছে এদিনের এই অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় আগামী ১ বছরের মধ্যে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনা যাবে না। শুধু তাই নয় সূত্র মারফৎ খবর এদিন বিজেপির পক্ষ থেকে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান এবং স্থায়ী সমিতি পরিবর্তনের জন্যও TMC  শিবির রাজনৈতিকভাবে ময়দানে নামতে চলেছে বলে খবর।

আর ও পড়ুন  Bangladesh-এ মতুয়াদের ওপর অত্যাচারের অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি

অপরদিকে বিজেপির অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ সরকার -এর দাবী ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে তাদের ১০ জন সদস্য থাকায় তারাই নিরঙ্কুশ। সেই সঙ্গে তার এও দাবী TMC সদস্যরা পরাজয় নিশ্চিত জেনে এদিনের আস্থা ভোটের সভায় যোগদান করেনি। বিজেপির পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব খারিজ প্রসঙ্গে TMC  জেলা সভাপতি গৌতম দাস বলেন বিজেপি অনাস্থা এনেছিল কিন্তু বিজেপি সংখ্যাগোরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি, ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান TMC  কংগ্রেসের সঙ্গে, অর্থাৎ এটা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের জয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top