
জেলা স্তরে তৃণমূলের ( TMC ) রদবদলের পর ভাঙড়ে বড়সড় সমাবেশ করে আইএসএফ-বিজেপি তে বড়সড় ভাঙ্গন ধরালেন তৃণমূলের ( TMC ) জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী। মঙ্গলবার ভাঙড়ের বড়ালীঘাটে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের নেতৃত্বে তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী সহ মহিলা তৃণমূলের জেলা সভাপতি মোহিনী বিশ্বাস, ভাঙড়ের প্রাপ্তন বিধায়ক আরাবুল ইসলাম।
আর ও পড়ুন কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন সুস্মিতা দেব ( Sushmita Dev )
করোনা কালে ভাঙড়ে তৃণমূলের ( TMC ) এই বৃহৎ জনসভা নিয়ে তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন,”তৃণমূলের যোগদান মেলা তথা জনসভায় জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তীর হাত ধরে আইএসএফ- বিজেপি ছেড়ে দশ হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।
তিনি আরও জানান, ভাঙড়ে এখন আর বিরোধী শক্তি বলে কিছু নেই।” শুভাশীষ চক্রবর্তী বলেন, “ভাঙড় ১ নাম্বার ব্লকের তিনটি অঞ্চলের এই বৃহৎ জনসমাবেশ প্রমাণ করে দিয়েছে ভাঙড়ে আইএসএফ- বিজেপির অস্তিত্ব শেষ।”তিনি আরো বলেন, “যারাই আজ বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদান করেছে তারা আমাদের দলে সঙ্গে মর্যাদার সহিত থাকবে।”
এদিন আইএসএফ-বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন বেশ কিছু নেতা। আইএসএফ-এর জাগুলগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি হাফিজুল মল্লিক এদিন দলবল নিয়ে তৃণমূলে যোগদান করে বলেন,”ভুল বুঝে আমরা আইএসএফ করেছিলাম এখন আমরা কাইজার আহমেদের নেতৃত্বে তৃণমূল করব।” এর পাশাপাশি প্রাণগঞ্জ অঞ্চলের বর্ষিয়ান বিজেপি নেতা বিমল নস্কর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে জানান, “আমরা উন্নয়নের সাথে থাকতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।”
বৃহৎ এই যোগদান মেলা শেষে তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, দল গোটা ভাঙড়ের দায়িত্ব দিলে আইএসএফ বা বিজেপি র কোন চিহ্ন থাকবে না।সবাইকে সঙ্গে নিয়ে ভাঙড় কে শক্তিশালী তৃণমূলে পরিনত করব।
উল্লেখ্য, করোনা কালে ভাঙড়ে তৃণমূলের ( TMC ) এই বৃহৎ জনসভা নিয়ে তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন,”তৃণমূলের যোগদান মেলা তথা জনসভায় জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তীর হাত ধরে আইএসএফ- বিজেপি ছেড়ে দশ হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।
আইএসএফ-এর জাগুলগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি হাফিজুল মল্লিক এদিন দলবল নিয়ে তৃণমূলে যোগদান করে বলেন,”ভুল বুঝে আমরা আইএসএফ করেছিলাম এখন আমরা কাইজার আহমেদের নেতৃত্বে তৃণমূল করব।” এর পাশাপাশি প্রাণগঞ্জ অঞ্চলের বর্ষিয়ান বিজেপি নেতা বিমল নস্কর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে জানান, “আমরা উন্নয়নের সাথে থাকতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।”