নিজস্ব সংবাদদাতা, নিউ জলপাইগুড়ি, ১৬ অক্টোবর, ২০২০: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি। এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষে আক্রান্ত প্রায় ৬ জন। অভিযোগের নিশানা তৃনমূলের কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সুত্রের খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু দুষ্কৃতী আচমকা লাঠি ও রড নিয়ে চড়াও হয় কয়েকজনের ওপর তাদের লাঠি ও রডের আঘাতে আক্রান্ত হয় প্রায় ছয়জন গুরুতর আহত অবস্তায় তাদের নিয়ে আসা হয় শিলিগুড়ি হাসপাতালে। অভিযোগ সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সম্প্রতি তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। এরপরই তাদের ওপর চরাও হয় দুষ্কৃতিরা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন…উদ্ধার পাঁচলক্ষ্ টাকার হেরোইন, চাঞ্চল্য বারুইপুরে
অপ্রীতিকর ঘটনা রুখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।