ঝড়ে আটকে গেল অভিষেকের কনভয়! বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তায়, ভেঙে পড়ল সভামঞ্চও ,সভার পথে প্রবল ঝড়-বৃষ্টিতে আটকে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঝড়ের তাণ্ডবে অভিষেকের কনভয় আটকে যায় রাস্তায়। ওই পথে গাছ এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। অন্য দিকে, ঝড়ের তাণ্ডবে সভামঞ্চও ভেঙে গিয়েছে। তৃণমূলের একটি সূত্র বলছে, অভিষেকের (Abhishek Banerjee) সভা বাতিল হতে পারে।
সোমবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েক’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে এখন বর্ধমানে অভিষেক (Abhishek Banerjee)। সোমবার বর্ধমানের ভাতারে রোড-শো শেষ করে তিনি মঙ্গলকোটের নতুনহাটে সভা করতে যাচ্ছিলেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আটকে পড়েন। ভাতারের রাস্তাতে ঝড়ে আটকে পড়েন অভিষেক (Abhishek Banerjee)। এই অবস্থায় তাঁর সভা আর হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন – বিজেপি ছেড়ে তৃণমূলে কোচবিহারের নেতা মৃত্যুঞ্জয় রায় , নিজেকে ‘ঘরের ছেলে’ আখ্যা
‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে এখন বর্ধমানে আছেন অভিষেক (Abhishek Banerjee)। সোমবার বর্ধমানের ভাতারে রোড-শো শেষ করে তিনি মঙ্গলকোটের নতুনহাটে সভা করতে যাচ্ছিলেন। কিন্তু ভাতারের রাস্তাতেই ঝড়ে আটকে পড়েন তিনি। এই অবস্থায় তাঁর সভা আর হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা আটকে থাকেন তিনি। সভাস্থলে ছিলেন জেলার তৃণমূল নেতৃত্ব। কিন্তু প্রবল ঝড়ের জন্য তৃণমূল নেতা দেবু টুডুরা সভাস্থল থেকে বেরিয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। ভাতারের রাস্তাতে ঝড়ে আটকে পড়েন অভিষেক। এই অবস্থায় তাঁর সভা আর হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন – প্রস্তুত থাকতে বললেন আইনজীবীদের ,জেলে বসে কীসের গুটি সাজাচ্ছেন অনুব্রত?
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Fcaebook পেজ এবং Youtube )