‘খুন হয়ে যেতে পারি যে কোনও মুহূর্তে,’ পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ তৃণমূলের কাজল শেখের , জেলে বসে অনুব্রত মন্ডল বীরভূমের সংগঠন চালাচ্ছেন বলে কয়েক দিন আগেই মুখ খুলেছিলেন। এ বার খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)। যে কোনও মুহূর্তে তাঁকে খুন করে দেওয়া হতে পারে, বাড়ির লোকজন তাই তটস্থ থাকেন বলে মন্তব্য করলেন কাজল। তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
গরুপাচার মামলায় জেলে গেলেও, সেখান থেকেই অনুব্রত বীরভূমের সংগঠন চালাচ্ছেন বলে অতি সম্প্রতিই মন্তব্য করেছিলেন কাজল। কাজলের দাবি ছিল, হতে পারে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে জেল থেকে ফোনে যোগাযোগ রাখছেন অনুব্রত। অনুব্রতর নির্দেশ মতোই বীরভূমে সংগঠন চলছে বলেও দাবি করেন। ফোন চেক করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেও মন্তব্য করেন কাজল। শুধু তাই নয়, বোলপুরে কোর কমিটি থেকে অব্যাহতিও চেয়ে বসেন কাজল। জানান, কয়েক জন মিলে চক্রান্ত করে কোর কমিটির বৈছক করছেন না, যাতে তিনি যোগ দিতে না পারেন, কাজ করতে না পারেন। এমনকি একবার বৈঠক ছেড়েও তিনি চলে যান বলে মন্তব্য করেন। এর পর থেকেই কাজলকে ঘিরে অস্বস্তি তৈরি হয়েছিল বীরভূম জেলা তৃণমূলে। সেই আবহেই কাজল খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করায় শুরু হয়েছে জল্পনা।
উল্লেখ্য, অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম নিজে দেখবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী ,জানিয়ে দেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে বীরভূমের মানুষজনকে। তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন। নিজে বীরভূম দেখবেন তিনি। তবে বীরভূম নিজে দেখবেন বললেও, অনুব্রতর পাশেই যে দল রয়েছে, সে কথাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন মমতা।
আরও পড়ুন – রাজ্য সরকারকে ডিএ প্রশ্নে পরামর্শ দিতে চান না তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ
বাড়ির লোকজন তটস্থ বলে মন্তব্য করলেন কাজল, বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল। মঙ্গলবার খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, “বাড়ি থেকে বেরনোর সময় মা শঙ্কিত থাকেন। হয়ত ছেলেটা আর ফিরে আসবে না। আমার ঘরে ও বাইরে শত্রু, আমি জানি। যে কোনও মুহূর্তে, যে কোনও স্থানে আমার প্রাণহানি ঘটতে পারে। আমি এসবে ভয় করি না।”