২৫ দিন পরে কলকাতায় অভিষেক, বিদেশে চোখের চিকিৎসার পর ফিরলেন অভিষেক, শহরে ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । চোখের চিকিৎসার জন্য় বিদেশে গিয়েছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় কলকাতায় (Kolkata) ফেরেন। এদিন সন্ধ্যা ৭টা ৫ নাগাদ ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই থেকে কলকাতা (Kolkata) ফেরেন। কালো গেঞ্জি, ব্লু জিন্স, পায়ে সাদা জুতো। সাংবাদিকদের কুশল সংবাদ নেন দূর থেকে হাত নেড়েই। অভিষেকের (Abhishek Banerjee) সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের মুখোমুখি হননি তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন। ২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গাড়ি। গুরুতর আঘাত লাগে তাঁর।
চোখে অস্ত্রোপচারও করা হয়েছে তাঁর। এরপর নির্দিষ্ট সময়ের পর তাঁকে চিকিৎসার জন্য যেতে হয়। আমেরিকার জন হপকিন্স হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। অভিজ্ঞ চিকিৎসকের অত্যাধুনিক চিকিৎসায় থাকতে হয় তাঁকে। প্রায় এক মাসের কাছাকাছি ছিলেন এবার। ২৬ জুলাই কলকাতা ছেড়েছিলেন তিনি। দুবাই হয়ে আমেরিকা যান। বিদেশ থেকে ইডির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। ইডিকে তোপ দেগে টুইটও করেছিলেন।
৮ অগস্ট আমেরিকার হাসপাতালে তাঁর চোখের চিকিৎসা হয়েছিল। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গিয়েছিল, আমেরিকার হাসপাতালে চিকিৎসকের সঙ্গে বসে কথা বলছেন তিনি। তখনই তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, অগস্ট মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় ফিরবেন অভিষেক।
আরও পড়ুন – চাঁদের এক্কেবারে কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হল না, চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়ল লুনা-২৫
আরও পড়ুন – ‘সফল অপরাধী, কিন্তু ব্যর্থ অভিনেতা’, যাদবপুরকাণ্ডে ধৃতদের কোর্টে তুলতেই গর্জে উঠলেন সরকারি…
২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। গুরুতর আঘাত লাগে তাঁর। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাঁ চোখ। দীর্ঘদিন টানা বিদেশে চিকিৎসা চলে তাঁর।
( সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)