বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই মামলার শুনানি হল না আজ। বুধবার এই মামলা শুনবে ডিভিশন বেঞ্চ। প্রথমার্ধেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার কাগজপত্র এখনও এসে পৌঁছয়নি। এদিকে সাড়ে ১২টায় মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। কাগজপত্র এসে না পৌঁছনোর কারণেই বুধবার মামলা শোনা হবে বলে জানায় আদালত। এদিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিচারপতির পর্যবেক্ষণ। বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, কবে নোটিস পাঠিয়েছিল ইডি? এতগুলো দিন কেটে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাজিরা দিতে পারবেন না, তা তিনি আগে জানালেন না কেন?
আরও পড়ুনঃ ছয় দিনের মাথায় একরত্তির ষস্টী পুজো করলেন স্বরা
এদিন বিচারপতি সৌমেন সেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, এই না যেতে পারার বিষয়টি কেন আগে থেকে জানানো হল না ইডিকে। বিচারপতি প্রশ্ন করেন, ‘মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে জেনেও কেন আগে থেকে জানাননি যে আজ যেতে পারবেন না?’
এই মামলার পার্টি রয়েছে সিবিআই। এজলাসে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘সকালে এসে মামলা করতে পারেন, অথচ কেন যাবেন না সেটা একবারও বলা হল না।’ অন্যদিকে ইডির আইনজীবী বলেন, ‘ওনার বিরুদ্ধে ক্ষতিকর কোনও পদক্ষেপ করা হবে না। ওনাকে শুধু গিয়ে দেখা করার কথা বলা হয়েছে। আমাদের সহযোগিতা করুন উনি।’
এই না যেতে পারার বিষয়টি নিয়ে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত সে অর্থে কোনও সদুত্তর দিতে পারেননি। শুধুমাত্র তদন্তকারী অফিসারকে সরানোর বিষয়টি তাঁরা সামনে আনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, আজই বিষয়টি ইডিকে জানানো হচ্ছে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বুধবার মামলাটি শুনবেন। সেখানেই স্পষ্ট হবে বিচারপতি অমৃতা সিনহা তথা কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের যে রায় তা থাকছে নাকি খারিজ হচ্ছে। আর তার উপরই অনেকাংশে নির্ভর করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সময়ে হাজিরা দেবেন কি না।
মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর যে আর্জি, গত ২৭ সেপ্টেম্বর বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন তা চ্যালেঞ্জ করে। সেদিন নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন অভিষেকের নাম না করলেও ইডিকে বিচারপতি বলেছিলেন, ৩ তারিখ যে সমন পাঠানো হয়েছে, তার ক্ষেত্রে যেন কোনও নড়চড় না হয়। উল্লেখযোগ্যভাবে ঠিক তার আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিস দেয়। ৩ তারিখ ডেকে পাঠায়। সেই নির্দেশকে সামনে রেখেই এদিন আদালতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত প্রশ্ন করেন, এ ধরনের মামলা আদালতের নজরদারিতে চললেও, আদালত কি ‘সুপারভাইজ’ করতে পারে? কী রায় দেয় আদালত, নজর থাকবে বুধবারের কোর্টরুমে।