CBI-এর করা FIR থেকে নিজের নাম বাদ দিতে চান তৃণমূল সাংসদ, নারদ মামলার (Narada Case) এফআইআর থেকে নিজের নাম বাদ দিতে চান তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। নারদ মামলায় অন্যতম অভিযুক্ত অপরূপা পোদ্দার এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর মূল বক্তব্য হল, ২০১৪ সালের ঘটনায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সিবিআইয়ের তদন্ত এখনও শেষ হয়নি। এমন অবস্থায় এতগুলি বছর কেটে যাওয়ার পরেও তদন্ত শেষ না হওয়ায় নিজের নাম এফআইআর থেকে বাদ দেওয়ার আর্জি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন অপরূপা পোদ্দার। অপরূপাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মঙ্গলবার এই অনুমতি দিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বঙ্গ রাজনীতিতে এক তোলপাড় ফেলে দেওয়া অধ্যায় হল নারদ স্টিং অপারেশন। আর এই স্টিং অপারেশন চালিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল। স্টিং অপারেশনের ফুটেজে একাধিক নেতা-নেত্রীকে টাকা নিতে দেখা গিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। মামলায় হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তারপর থেকে মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। কিন্তু এতগুলি বছর পেরিয়ে যাওয়ার পরেও তদন্ত শেষ হয়নি। এমন অবস্থায় এফআইআর থেকে নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অপরূপা পোদ্দার।
আরও পড়ুন – কুন্তলের অণ্ডকোষ চেপে ধরেছিল নাকি CBI, প্রসঙ্গ উঠল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে
উল্লেখ্য, এর আগেও তৃণমূল সাংসদ এই ধরনের একটি মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। আর এরই মধ্যে এবার সরাসরি নিজের নাম সিবিআই-এর এফআইআর থেকে বাদ দেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অপরূপার দাবি, এতগুলি বছর কেটে যাওয়ার পরেও কবে এই তদন্ত শেষ হবে, সেই বিষয়েও কোনও দিশা পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় এফআইআর-এ তাঁর নাম রাখার ফলে তাঁকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি সাংসদের। সেই কারণে নারদ মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজ করার আবেদন জানিয়েছেন তিনি।