Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
সুকান্তর ডেরায় ঢুকে চ্যালেঞ্জ অভিষেকের

৬ রাত বাইরে কাটান, সুকান্তর ডেরায় ঢুকে চ্যালেঞ্জ অভিষেকের

৬ রাত বাইরে কাটান, সুকান্তর ডেরায় ঢুকে চ্যালেঞ্জ অভিষেকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৬ রাত বাইরে কাটান, সুকান্তর ডেরায় ঢুকে চ্যালেঞ্জ অভিষেকের ,পঞ্চায়েতের আগে মানুষের মন বুঝতে জনসংযোগ যাত্রায় নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই কর্মসূচি নিয়ে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি শিবির। কোচবিহার থেকে শুরু হওয়া সেই কর্মসূচি আজ ঢুকেছে দক্ষিণ দিনাজপুরে। এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে একটি সভা করেন অভিষেক। সেই সভা মঞ্চ থেকেই এবার পাল্টা দিলেন অভিষেক। সরাসরি প্রশ্ন তুললেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দিকে। উল্লেখ্য, সুকান্তবাবু এই দক্ষিণ দিনাজপুর জেলারই একজন সাংসদ। তাঁকে খোঁচা দিয়ে অভিষেক বললেন, ‘তৃণমূল যা বলে, তা করে দেখায়। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল। অনেক কটাক্ষ করেছেন, বিদ্রুপ-ব্যঙ্গ করেছেন। আমি ৬০ দিন ঘর-পরিবার সব ছেড়ে রাস্তায় পড়ে রয়েছি। সুকান্তবাবুকে বলব, দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা এলাকায় ৬টি রাত কাটান। মানুষের পাশে গিয়ে থাকুন। তারপর বড় বড় ভাষণ দেবেন।‘

 

 

 

 

 

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশে এদিন একের পর এক বাউন্সার হাঁকিয়ে গেলেন অভিষেক। প্রশ্ন তুললেন, ২০১৯ সালে সাংসদ হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি জেলার মানুষজনের স্বার্থে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ক’টি বৈঠক করেছেন।

 

 

 

 

এদিকে অভিষেক এদিন সুকান্তকে ছ’দিন বাড়ির বাইরে থাকার যে চ্যালেঞ্জ দিয়েছেন, তা নিয়ে পাল্টা দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতিও। বললেন, ‘তৃণমূল কংগ্রেসের যুবরাজ প্রথমবার বাড়ি থেকে বেরিয়েছেন। বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন। আর অন্য নেতাদের নাকি বলছেন, ৬ দিন বাড়ি থেকে দূরে থাকতে। তুমি ভারতের ইতিহাস জানো না। পশ্চিমবঙ্গের ইতিহাস জানো না। আমাদের সভাপতিরা বহু বছর আগে থেকে এভাবে জেলায় জেলায় ঘুরে বেড়ান। সাংগঠনিক ভাষায় তাঁকে প্রভাস বলা হয়। তুমি প্রথমবার করছো।‘

 

 

আরও পড়ুন –সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে আক্ষেপ মমতার, বললেন, এ বার পরিবর্তন জরুরি

 

 

 

 

অভিষেকের কথায়, ‘তৃণমূল হল হাই-কোয়ালিটির ডিভিডি, আর বিজেপি হল ভাঙা অডিয়ো ক্যাসেট।’ বিজেপির বিরুদ্ধে এদিন শুরু থেকেই একের পর এক তোপ দাগেন অভিষেক। বলেন, ‘এদের গায়ে জ্বালা কারণ বাংলার মানুষ এদের ল্যাজেগোবরে করে হারিয়েছে। তাই এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমার উপর রাগ করে, তৃণমূল কংগ্রেসকে হারাতে না পেরে, মানুষের ওপর কেন প্রতিশোধ নিচ্ছেন? সুকান্ত বাবুরা আমাকে গালাগাল দিচ্ছেন। রোজ দিন। দশটার বদলে কুড়িটা দিন। তবে বাংলার মানুষের টাকা ছেড়ে দিন।’ খোঁচা দিলেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব নিয়েও। বললেন, ‘মোদী মন কি বাত নিয়ে অনেক ভাষণ দিয়েছেন। আর ১০০ দিনের কাজ বন্ধ নিয়ে গত পরশু কিছু বললেন না। এটা লজ্জার।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top