সোশ্যাল মিডিয়ায় লাগাতার সমালোচনা, শাস্তির দাবি, ফেসবুকের ডিপি পরিবর্তন দেবাংশুর,

সোশ্যাল মিডিয়ায় লাগাতার সমালোচনা, শাস্তির দাবি, ফেসবুকের ডিপি পরিবর্তন দেবাংশুর,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সোশ্যাল মিডিয়ায় লাগাতার সমালোচনা,শাস্তির দাবি,ফেসবুকের ডিপি পরিবর্তন দেবাংশুর,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।ঘটনায় বামেদের নিশানা করে সামাজিক মাধ্যমে পোস্ট রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের। আর সেই পোস্টই এবার দেখা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ফেসবুক ওয়ালেও।সেই পোস্টে লেখা,’সুদূর গ্রাম থেকে কলকাতায় পড়তে আসা অসহায় পড়ুয়ার নির্মম হত্যার বিচার চাই,হিংস্র বাম হায়নাদের সর্বোচ্চ সাজা চাই।’কুণালের সেই পোস্টের কমেন্ট বক্সে এসেছে মিশ্র প্রতিক্রিয়াও।

 

 

 

 

 

 

এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই শুরু রাজনৈতিক তরজা।প্রথম থেকেই বামেদের নিশানা করতে শুরু করে ঘাসফুল শিবির। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লেখেন,’যাদবপুরের ভাইটাকে নিয়ে আলোচনা নেই,টিভিতে বিতর্ক নেই,প্রতিবাদ নেই, মিছিল নেই! কারণ?খুনির নাম বাম ছাত্র সংগঠন।’এরপর ফেসবুকে দেবাংশু আরও লেখেন,’একটি স্বপ্নদীপকে ওরা নিভিয়ে দিতে পারে,তবু হাজার হাজার স্বপ্নের দীপ আমরা জ্বালবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা জানাই, দোষীদের সর্বোচ্চ সাজা চাই।’সঙ্গে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের পোস্টটিও নিজের ওয়ালে শেয়ার করেন দেবাংশু।এখানেই শেষ নয়,নিজের ফেসবুক অ্যাকাউন্টের ছবিতেও দলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের পোস্টটি-ই সেট করতে দেখা গিয়েছে তাঁকে।আর এবার সেই পোস্টটি দেখা গেল কুণাল ঘোষের ওয়ালেও।

 

 

 

 

 

যদিও অভিযুক্ত সৌরভ চৌধুরীর মা প্রণতী চৌধুরীর দাবি,ঘটনায় তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে।প্রণতী চৌধুরীর আরও দাবি,তাঁর ছেলে যাদবপুরে ৬ বছর ছিল,কোনওদিন ছেলের নামে কোনও খারাপ রিপোর্ট নেই।গ্র্যাজুয়েশান করেছে যাদবপুর থেকেই।তাঁদের সেরকম সামর্থ্য না থাকার কারণেই হোস্টেলে থাকত সৌরভ।হস্টেলের ছেলেরাও তাকে ভালবাসত।বর্তমানে ফর্ম ফিল-আপ করে চাকরির পরীক্ষাও নাকি দিচ্ছিল সৌরভ।এক্ষেত্রে সৌরভের মা ‘১০০ শতাংশ গ্যারান্টি’ দিয়ে বলেন,তাঁর ছেলে এমন কাজ করতে পারে না।সৌরভকে অবশ্য জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ।

 

 

 

 

আরও পড়ুন –   গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা, প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে

 

 

 

 

 

প্রসঙ্গত,দিন কয়েক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে শিক্ষামহলে।ব়্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে স্বপ্নদীপের, এমনটাই অভিযোগ তাঁর পরিবারের।ঘটনায় ইতিমধ্যেই সৌরভ চৌধুরী নামে যাবদপুরের এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।যদিও সৌরভকে ফাঁসানো হয়েছে বলে দাবি সৌরভের বাবা-মায়ের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top