Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
খাস কলকাতায় মিছিল ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ,

খাস কলকাতায় মিছিল ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

খাস কলকাতায় মিছিল ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খাস কলকাতায় মিছিল ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ , তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ফের সংঘর্ষের অভিযোগ দায়ের হল কসবা থানায় (Kasba Police Station)। তবে এই ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ১০৭ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি লিপিকা মান্নার (Lipika Manna) অভিযোগ, দুপুরে মিছিল বেরোনোয় রাতে মোটরবাইকে চেপে এসে জনা চল্লিশ ব্যক্তি তাঁর ওয়ার্ডে হামলা চালান। কসবার (Kasba) দুই পুরপ্রতিনিধি সুশান্ত (Sushanta) ও লিপিকার (Lipika) অনুগামীদের মধ্যে বিরোধ নতুন নয়। আগেও দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে।পুলিশ সূত্রের খবর, ২১ জুলাই উপলক্ষে বুধবার দুপুরে ১০৭ নম্বর ওয়ার্ডে একটি মিছিল বেরিয়েছিল। সেটিকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের সূত্রপাত।

 

 

 

 

 

মৃণালকান্তি রক্ষিত (Mrinalkanti Rakshit) নামে এক কর্মীর অভিযোগ, ‘‘রাত সাড়ে দশটায় দুষ্কৃতীরা বাড়ির দরজা-জানলা ভাঙচুর করে।’’ রাতেই মৃণাল (Mrinalkanti) লিখিত অভিযোগ দায়ের করেন। সুশান্তও (Sushanta) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘‘বুধবার দুপুরে আমার স্ত্রী বাড়িতে একা ছিলেন। তখনই বাড়ির সামনে তাণ্ডব চালানো হয়।’’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন লিপিকা (Lipika)।

 

 

 

 

আরও পড়ুন –  নিয়োগ কেলেঙ্কারি! মুখবন্ধ খামে রিপোর্ট দিল ইডি, ‘কিংপিন কে?’ প্রশ্ন বিচারপতির,

 

 

 

আরও পড়ুন –   শুক্রবার মণিপুরে যাচ্ছে না তৃণমূলের তথ্যসন্ধানী দল, পরিবর্তে কবে যাচ্ছে বিজেপিশাসিত মণিপুরে

 

 

 

পুলিশ সূত্রের খবর, ২১ জুলাই উপলক্ষে বুধবার দুপুরে ১০৭ নম্বর ওয়ার্ডে একটি মিছিল বেরিয়েছিল। সেটিকে কেন্দ্র করে তৃণমূলের (Trinamul Congress)  দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের সূত্রপাত। ওই রাতে ওয়ার্ডের একাধিক তৃণমূলকর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ১০৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সুশান্ত ঘোষের (Sushanta Ghosh)  বাড়ি ১০৭ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, মিছিল চলাকালীন বাড়ির সামনে এসে তাঁর উদ্দেশে গালিগালাজ করা হয়। দু’তরফই অভিযোগ দায়ের করেছে।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top