দুর্নীতির চক্র ভাঙ্গতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কড়া নজরদারি গৌড়বঙ্গে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে দূর্ণীতির চক্র ভাঙতে স্কুলের তালিকা বানিয়ে নজরদারিতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কড়া নজরদারিতে রয়েছে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুরে জানালেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
আগামী ২৩শে ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার বালুরঘাটে জেলা প্রশাসনের সাথে বৈঠক করেন। রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আমরা লিস্ট বানিয়েছি, কিছু স্কুল আছে যেখানে প্রাইভেটে ছাত্ররা ভর্ত্তি হয় বেশ ভাল টাকার অংকে এবং তারপরে তাদেরকে সরকারি স্কুলে রেজিষ্ট্রেশন দিয়ে তারা মাধ্যমিক পরীক্ষাটা সরকারি স্কুল থেকে দেয়, এটা একটা দূর্ণীতির বড় চক্র।
পর্ষদ সভাপতি জানান এই দূর্ণীতির চক্র ছাত্র ছাত্রীদের রেজাল্ট ভাল করিয়ে দেওয়া, টোকাটুকি বা বিভিন্ন ধরনের অসাধু কাজের করিয়ে দেওয়ার প্রলোভনগুলি দেয়। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়-এর বিস্ফোরক মন্তব্য প্রাইভেট স্কুলগুলি মোটা অংকের টাকা নিয়ে ছাত্র ছাত্রী ভর্ত্তি করছে আর সরকারি স্কুলের কিছু অসাধু প্রধান শিক্ষক – শিক্ষক মিলে এদেরকে সাহায্য করছে, তাতে সেই সমস্ত স্কুলে ছাত্র ভর্ত্তির সংখ্যা বাড়ছে, সেটা দেখাতে পারছে তারা, এই খবর আমরা পেয়েছি।
তিনি বলেন আমরা নির্দিষ্ট তালিকা বানিয়ে তার উপর নজরদারি চালু করেছি, আমরা একটা টাস্ক ফোর্স চালু করেছি, মূলত এই ৩টি জেলা – মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপরে কড়া নজর থাকবে আমাদের। অতীতে একাধিক জায়গায় পরীক্ষার পর পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। যা নিয়েও এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন – মানুষের হয়ে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে শতাব্দী
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে খবর পরীক্ষা কেন্দ্রগুলিকে পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের ছবি তুলে রাখার বার্তা দিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। ফলে পরীক্ষা কেন্দ্রে যদি ভাঙচুরের মত ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে ঘটনায় ক্ষতিগ্রস্তের পরীক্ষা কেন্দ্রের ছবি সহ বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে পর্ষদে। সেক্ষত্রে ঐ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেওয়া স্কুল ক্ষতিপূরণ না দেওয়া অবধি ঐ স্কুলের ছাত্র ছাত্রীদের রেজাল্ট আটকে দেবে পর্ষদ। সেই সঙ্গে ছাত্র ছাত্রীদের রেগুলার কাউন্সিলিং করার বিষয়টির উপরেও জোর দিতে চলেছে পর্ষদ কর্তৃপক্ষ। দুর্নীতির চক্র