গদির লড়াই শুরু হয়ে গিয়েছে, আজ বিহারের প্রথম দফার ভোট

গদির লড়াই শুরু হয়ে গিয়েছে, আজ বিহারের প্রথম দফার ভোট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ২৮ অক্টোবর, ২০২০: শুরু হয়ে গিয়েছে গদির লড়াই। আজ বিহারে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব চলছে সকাল থেকেই।এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই হয়েছে ভোট গ্রহণ। আজ বিহার বিধানসভার ২৪৩ টি আসনের মধ্যে ৭১ টিতে ভোটগ্রহণ হয়েছে।যার মধ্যে ৩৫টি আসনে লড়ছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড। ২৯টি আসনে বিজেপি।

জেডিইউ যে ৩৫টি আসনেই প্রার্থী রয়েছে, সেখানে চিরাগ পাসওয়ানের দল এলজেপির প্রাথীও আছে। আরজেডির প্রার্থী লড়ছেন ৪২টি আসনে। তাদের শরিক কংগ্রেস লড়ছে ২০টি আসনে। প্রথম দফায় ভোটার সংখ্যা প্রায় ২ কোটি। মোট ১ হাজার ৬৬ জন প্রাথীর মধ্যে ভোট হচ্ছে আজকে। এরমধ্যে ৮ জন মন্ত্রী রয়েছেন।পাশাপাশি, কোভিড নিয়ম মেনে বিহারবাসীকে ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এবং করোনা আবহে ভোট গ্রহণে কঠোর সুরক্ষা ব্যবস্থার নিয়েছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে এবং ইভিএমে স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রত্যেক ভোটারকে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। এছাড়াও মাস্ক ছাড়া কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। করোনা পরিস্থিতিতে একটি বুথে সর্বাধিক ভোটার সংখ্যা ১ হাজার ৬০০ থেকে কমিয়ে ১ হাজার করা হয়েছে। ৮০ বছরের বেশি মানুষদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন…প্রশাসনের উদ্যোগে আসানসোলের জলাশয়ের সংস্কার সাধন

যদিও, ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ওরঙ্গবাদ ও গয়ার একাধিক বুথে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হতে বিলম্ব হয়।আরওয়ালের ২১২ বুথে কাজ করছে না ইভিএম।ভোট চলাকালীন ঔরঙ্গাবাদের ধীবরা এলাকায় উদ্ধার হয় দুটি বিস্ফোরক। বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে সিআরপিএফ।প্রতিটি বুথে রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top