শিশুর প্রান বাঁচাতে টোকিও (Tokyo) অলিম্পিকের (Olympics) রুপো নিলামে তুললেন মারিয়া

শিশুর প্রান বাঁচাতে টোকিও (Tokyo) অলিম্পিকের (Olympics) রুপো নিলামে তুললেন মারিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Tokyo
শিশুর প্রান বাঁচাতে টোকিও (Tokyo) অলিম্পিকের (Olympics)  রুপো নিলামে তুললেন মারিয়া
ছবি সংগ্রহে সাইন টিভি

এক শিশুর জটিল অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহে টোকিও গেমসে জেতা রুপো নিলামে তুললেন ক্যানসারকে হারানো পোল্যান্ডের অ্যাথলিট। টোকিও (Tokyo) গেমসে মহিলাদের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে জিতেছিলেন এই রুপো।

 

তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন পোল্যান্ডের মারিয়া। মনে স্বপ্নপূরণের একরাশ উচ্ছ্বাস এবং গর্ব নিয়েই তিনি দেশে ফিরেছিলেন। পোল্যান্ডের মানুষ, নিজের পরিবার, আত্মীয়, বন্ধুদের সঙ্গে তিনি নিজের সাফল্য ভাগ করে নিয়েছিলেন। আগামী অলিম্পিকের (Olympics)  একই ইভেন্ট থেকে কীভাবে সোনা জেতা যায়, তার পরিকল্পনা আঁকতেও শুরু করেছিলেন মারিয়া।

 

এমনই সময় এক উদ্বেগজনক খবর তাঁর জীবনযাত্রার ভাবনাই পাল্টে দেয়। মারিয়ার মনে পরে যায় ক্যানসারের বিরুদ্ধে তাঁর নিজের জীবনযুদ্ধের কথা।  দেশের ফেরার কিছুদিন পরেই মারিয়া জানতে পারেন আট মাসের শিশু মিলোসজেক মালিসার কথা। যে হৃদযন্ত্রের জটিল সমস্যায় আক্রান্ত। অবিলম্বে অস্ত্রোপচার করা না হলে ওই শিশুর জীবন সংশয় হতে পারে বলে জানিয়ে দিয়েছেন ডাক্তাররা।

 

কিন্ত ইউরোপীয় ইউনিয়নের কোনও বড় হাসপাতাল এই জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার করতে রাজি হচ্ছে না বলে জানা যায়। শেষে আমেরিকার স্ট্যান্ডফোর্ড মেডিক্যাল সেন্টার, মালিসার কেস স্টাডি করে এই ঝুঁকি নিতে রাজি হয়েছে। তবে সেই অস্ত্রোপচারের জন্য যে খরচের কথা উল্লেখ করা হয়েছে, তা জোগাড় করতে অপারগ হয়েছেন আট মাসের শিশুপুত্রের বাবা-মা।

 

সুপার ১২ (গ্রুপ ২)  আজ আপনার ভাগ্যে কি আছে, অর্থ না নিরাশা, জানুন রাশিফল (Rashifol)

 

মিলোসজেক মালিসার হৃদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ৩৮৫,০০০ ডলার। শিশুর অভিভাবকদের নিজেদের জমানো টাকা ছাড়া ফান্ড রেইসাররা বিভিন্ন মানুষের দুয়ারে কড়া নেড়ে যে অর্থ সংগ্রহ করতে পেরেছেন, তাতে অর্ধেক রাস্তা পেরোনো সম্ভব হয়েছে। এদিকে হাত থেকে সময়ও বেরিয়ে যাচ্ছিল জলের মতো। আর কোনও উপায় না দেখে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থার কথা জানিয়ে পোস্ট করেছিলেন ওই শিশুর বাবা-মা।

 

সেটি টোকিও (Tokyo) গেমস থেকে রুপোর পদক জিতে ফেরা পোল্যান্ডের মারিয়া আন্দ্রেজচিকের নজরে পড়তেই তিনি এ ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হন। আট বছরের শিশুর জন্য সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট লেখেন মারিয়া। জানান যে মিলোসজেক মালিসার অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি টোকিও গেমস থেকে জেতা নিজের রুপোর পদক নিলামে তুলতে চান।

 

বহু মানুষ মারিয়ার আবেদনে সাড়া দেন। শেষে পোল্যান্ডের সুপার মার্কেট চেইন জাবকা পোলসা পদকটি ১২৫,০০০ ডলারের বিনিময়ে কেনে। যদিও মারিয়ার হাতে সেই পদক ফেরত দিয়ে ওই শিশুর জন্য এমনিই বড় অঙ্কের অর্থ খরচ করার কথা জানিয়েছে জাবকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top