আচমকাই সন্তান-হারা দীপঙ্কর দে, শোকাচ্ছন্ন অভিনেতার পাশে স্ত্রী দোলন। বুধবার রাতে বড় মেয়েকে হারালেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে (Dipankar De)। বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতার মেয়ে বৈশালী কুরিয়াকোস। কিডনি এবং হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বৈশালী। তাঁর স্বামী অনিল কুরিয়াকোসও এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। তাঁর একটি বোনও রয়েছেন।
দীপঙ্কর (Dipankar De) বলেন, “গত কালের ঘটনা। বড়সড় হার্ট অ্যাটাক হয়। তাই আর শেষরক্ষা করা গেল না। এর থেকে বেশি আর কথা বলতে পারছি না।”অনেক বছর হল অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সংসার পেতেছেন দীপঙ্কর (Dipankar De)। কয়েক বছর আগে তাঁরা আইনি বিয়েও সারেন। মেয়েকে হারিয়ে কী অবস্থা দীপঙ্করের? দোলন বলেন, “মেয়ে চলে গিয়েছে। এ অবস্থায় কোনও বাবা কি ঠিক থাকতে পারেন? খুবই ভেঙে পড়েছেন উনি। আমরা গিয়েছিলাম। এ পরিস্থিতিতে আমি ওর পাশে থাকব না, এটা কি কখনও হয়! কিন্তু শুটিং থেকে ছুটি পাইনি। তাই কাজে বেরিয়েছি। তবে টিটো খুবই ভেঙে পড়েছে।” “এই মুহূর্তে আমার একটাই কাজ, তা হল টিটোর পাশে দাঁড়ানো। ওকে আগলে রাখা। ভীষণ ভেঙে পড়েছে।” আজ নয়, আগামীকাল তাঁর দেহ কবরস্থ করা হবে। বৈশালী বিবাহসূত্রে খ্রিস্টান। সেই কারণেই সেই ধর্মমতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জনা গিয়েছে।
অভিনেতা দীপঙ্কর দে’র (Dipankar De) পরিবারে বড় বিপর্যয়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তাঁর বড় মেয়ে বৈশালী কুরিয়াকোস। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা আগেই ছিল।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )


















