‘বেশরম’ ঋতাভরী, ‘বেশরম রং’ গানে ঝড় তুললেন ঋতাভরী চক্রবর্তী,

‘বেশরম’ ঋতাভরী, ‘বেশরম রং’ গানে ঝড় তুললেন ঋতাভরী চক্রবর্তী,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বেশরম’ ঋতাভরী, ‘বেশরম রং’ গানে ঝড় তুললেন ঋতাভরী চক্রবর্তী,জানুয়ারি মাসের কথা। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’ (Pathaan)। কিন্তু ছবির গান ‘বেশরম রং’ ঘিরে তৈরি হয়েছিল বিস্তর বিতর্ক। বিশেষত গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে কম চর্চা হয়নি। কিন্তু এত বিতর্কের পরেও এই গানে বুঁদ গোটা বিশ্ব। আমজনতা থেকে তারকা— সবাই মজেছেন এই গানে। রিল ভিডিয়োয় ভাইরাল এই গান। এ বার সেই গানেই ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী। না, তবে গেরুয়া বিকিনিতে নয়। সবুজ বিকিনিতে সমুদ্রে জলে, জলপরি হয়ে ধরা দিলেন অভিনেত্রী। একটি ক্যালেন্ডার শুটে মুহূর্তে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। লিখলেন , “ওয়াটার বেবি।”

 

 

 

আবারও নিজের পুরনো চেহারায় ফিরছেন ঋতাভরী। আন্তর্জাতিক নারী দিবসে আসতে চলেছে তাঁর আগামী ছবি ‘ফাটাফাটি’। যে ছবির জন্য অনেকটা ওজনও বাড়াতে হয়েছিল তাঁকে। বাড়তি ওজন নিয়েও তাঁকে কম কথা শুনতে হয়নি। অন্য দিকে, অতীতের সব নজির ভেঙে নয়া নজির গড়েছে এই ছবি। ৩৭ দিনেই হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এই মুহূর্তে সব থেকে সফল ছবির তকমা পেয়েছে। এত দিন সেই জায়গা ধরে রেখেছিল ‘বাহুবলী ২’। তাকে হারিয়ে সেরার শিরোপা পেল ‘পাঠান’ (Pathan)। দেশের অভ্যন্তরে এই ছবির আয় ৫২৮.২৯ কোটি টাকা। বিশ্বব্যাপী এই ছবির আয় ১০২৭ কোটি টাকা। শুধু ‘বাহুবলী ২’ নয়, ‘পাঠান’-এর প্রতিযোগিতা ছিল আরও দুটি ছবির সঙ্গে। আমির খানের ‘দঙ্গল’ এবং যশ অভিনীত ‘কেজিএফ ২’।

 

আরও পড়ুন –  নওশাদের মুক্তির পর ভাঙড়ে আবার তৃণমূল-আইএসএফের গন্ডগোল! ঘটনাস্থলে যায় পুলিশ।

 

 

সমুদ্রের মাঝে এই রূপে ঋতাভরীকে দেখে মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, “আপনার চাউনিতেই তো মরে যাব। সমু্দ্রের জলে তো আগুন লাগিয়ে দিয়েছেন।” কেউ আবার লিখেছেন “অসাধারণ।” আবার এক জনের মন্তব্য, “মনেও আগুন ধরে গেল।”

(সব খবর,ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে  ফলো করুন facebook   পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top