দার্জিলিং ছে়ড়ে ডুয়ার্সে ছুটছেন পর্যটকরা। গতকাল রাতে শিলাবৃষ্টির পর এক ধাক্কায় অনেকটা পারদ পতন হয়েছে বক্সা পাহাড়ে। তার জেরে তুষারপাত। বরফে ঢেকে গিয়েছে বক্সা পাহাড়ের গ্রাম লেপচাখা। আর তাই দেখতে সেখানে ভিড় করছেন পর্যটকরা। তরাই ডুয়ার্সে যাঁরা শীতের ছুটিতে যাঁরা তরাই ডুয়ার্সে বেড়াতে গিয়েছেন তাঁরা যে আবহাওয়ার এই বৈপরিত্যের মুখোমুখি হবেন ভাবতেও পারেননি। শহর কলকাতায় সোয়েটার গায়ে না দিয়েই বড়দিন কাটিয়েছেন মানুষ। ২৭ ডিসেম্বরও তেমন শীতের আমেজ ছিল না। গরমেই কেটেছে। আর তার ঠিক উল্টো ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গে।
বিশেষ করে বক্সা পাহাড়ে। সোমবার থেকেই মেঘলা ছিল আকাশ। সন্ধে নামতেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। হঠাৎ করেই রাতে শিলাবৃষ্টি শুরু হয়। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা পাহাড় ঢেকে যায় বরফে। পাহাড়ের কাছেই খোট্ট গ্রাম লেপচাখার যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে বরফ। শীত পড়লেও এবার এখনও দার্জিলিঙে তুষারপাত হয়নি। গতবার তুষারপাত হয়েছিল। জাঁকিয়ে শীত উপভোগ করেছিলেন পর্যটকরা।
এবার ডিসেম্বরের শুরু থেকে আবহাওয়া মনোরম হলেও সেরকম জাঁকিয়ে শীত দার্জিলিঙে পড়েনি। শীতের ছুটিতে অনেকেই এখন পাহাড়ে রয়েছেন। তাঁরা বক্সাপাহাড়ে তুষারপাতের খবর শুনে সেখানে ছুটতে শুরু করেছেন পর্যটকরা। আর যাঁরা ডুয়ার্সে বেড়াতে গিয়েছেন তাঁদের তো পোয়া বারো। এক সঙ্গে জঙ্গল সাফারি আবার উপরি পাওনা বক্সা পাহাড়ে তুষারপাত।
আরও পড়ুন – মিঠুনের সেটে খাবার দিতেন বাবা, এখন আমি তাঁর সিনেমার প্রযোজক : দেব
উল্লেখ্য, গতকাল রাতে শিলাবৃষ্টির পর এক ধাক্কায় অনেকটা পারদ পতন হয়েছে বক্সা পাহাড়ে। তার জেরে তুষারপাত। বরফে ঢেকে গিয়েছে বক্সা পাহাড়ের গ্রাম লেপচাখা। আর তাই দেখতে সেখানে ভিড় করছেন পর্যটকরা। তরাই ডুয়ার্সে যাঁরা শীতের ছুটিতে যাঁরা তরাই ডুয়ার্সে বেড়াতে গিয়েছেন তাঁরা যে আবহাওয়ার এই বৈপরিত্যের মুখোমুখি হবেন ভাবতেও পারেননি।
শহর কলকাতায় সোয়েটার গায়ে না দিয়েই বড়দিন কাটিয়েছেন মানুষ। ২৭ ডিসেম্বরও তেমন শীতের আমেজ ছিল না। গরমেই কেটেছে। আর তার ঠিক উল্টো ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গে। বিশেষ করে বক্সা পাহাড়ে। সোমবার থেকেই মেঘলা ছিল আকাশ। সন্ধে নামতেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। হঠাৎ করেই রাতে শিলাবৃষ্টি শুরু হয়। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা পাহাড় ঢেকে যায় বরফে। পাহাড়ের কাছেই খোট্ট গ্রাম লেপচাখার যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে বরফ।
শীত পড়লেও এবার এখনও দার্জিলিঙে তুষারপাত হয়নি। গতবার তুষারপাত হয়েছিল। জাঁকিয়ে শীত উপভোগ করেছিলেন পর্যটকরা। এবার ডিসেম্বরের শুরু থেকে আবহাওয়া মনোরম হলেও সেরকম জাঁকিয়ে শীত দার্জিলিঙে পড়েনি। শীতের ছুটিতে অনেকেই এখন পাহাড়ে রয়েছেন।