দার্জিলিঙে বড় দিনে উপহার স্বরূপ চালু হতে চলেছে টয়ট্রেন পরিষেবা

দার্জিলিঙে বড় দিনে উপহার স্বরূপ চালু হতে চলেছে টয়ট্রেন পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বর ২০২০ : করোনা আবহে ওলট  পালট হয়ে গেছে গোটা দেশের নানান কর্মস্থল। লকডাউনে গৃহবন্দি অবস্থায় দিন কাটিয়েছে বহু মানুষ।  বন্ধ ছিল ট্রেন চলাচল।

একই ভাবে করোনা মহামারীর জন্য জারি হওয়া লকডাউনে  সাত মাস ধরে বন্ধ ছিল দার্জিলিঙের টয়ট্রেন। দার্জিলিং পাহাড়ের মূল আকর্ষণ মানেই টয় ট্রেন। অনেকেই টয় ট্রেন বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছিলেন। টয়ট্রেন চালানোর দাবি জানিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। অবশেষে সব ক্ষতিয়ে দেখে বুধবার  ফের টয় ট্রেন চালানোর দাবি মেনে নিল রাজ্য সরকার।  ২৫ ডিসেম্বর বড় দিনে ফের চালু হতে চলেছে টয় ট্রেন। দার্জিলিঙের মধ্যে আপাতত তিনটি টয়ট্রেন চলবে ঘুম থেকে। দুটি বাষ্পচালিত এবং একটি  ডিজেলচালিত। এবার আর পর্যটকদের মন মরা থাকতে হবেনা। এই শৈল শহরে ঘুরতে এলে টাইগার হিলস এবং টয়ট্রেন  দুটোর মজাই উপভোগ করবে সাধারণ মানুষ। লকডাউনে টয়ট্রেন বন্ধ থাকায় পর্যটক আসা অনেকটাই কমে গেছিল যার ফলে মাথায় হাত পরেছিল ব্যবসায়ীদের। এবার টয়ট্রেন খুলে যাওয়ায় কার্যত খুশি হয়েছেন ব্যাবসায়ীরা।

আরও পড়ুন…গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামূলকে তোলা হল আসানসোল আদালতে

 

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top