Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The lost bag was recovered at Howrah station on the initiative of Traffic

ট্রাফিকের (traffic) উদ্যোগে হাওড়া স্টেশনে হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার

ট্রাফিকের (traffic) উদ্যোগে হাওড়া স্টেশনে হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
traffic
ট্রাফিকের ( traffic ) উদ্যোগে হাওড়া স্টেশনে হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার
ছবি সংগ্রহে সাইন টিভি

সাইন টিভি ডেস্কঃ  হাওড়া স্টেশনে ট্যাক্সির মধ্যে হারিয়ে গিয়েছিল দরকারি ব্যাগ। ট্রাফিকের ( traffic ) উদ্যোগে সেই ব্যাগ উদ্ধার।উত্তর কলকাতার শোভাবাজারের এক নার্সিংহোমে আইসিইউতে ভর্তি থাকা অসুস্থ বাবাকে দেখে ট্যাক্সিতে হাওড়া স্টেশন আসার পথে গাড়ির মধ্যেই খোয়া গিয়েছিল মূল্যবান নথি থাকা একটি ব্যাগ। ট্যাক্সির মধ্যে খোয়া যাওয়া সেই ব্যাগ উদ্ধার করে ব্যাগের মালিকের হাতে তুলে দিয়েছেন হাওড়া সিটি ট্রাফিক ( traffic ) পুলিশ।

 

বৃহস্পতিবার সেই খোয়া যাওয়া উদ্ধার করে তুলে দেওয়া হয় ব্যাগের মালিকের হাতে।হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক ( traffic ) গার্ড সূত্রে জানা গেছে, শুভজিৎ রায় চক্রবর্তী নামে হুগলির রিষড়ার বাসিন্দা ওই ব্যক্তি শোভাবাজারে অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিলেন সেখানকারই এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তিনি ট্যাক্সি ধরে হাওড়া স্টেশনে আসেন। কিন্তু ভুল করে তাঁর হাতে থাকা ব্যাগটি ফেলে রেখেই ট্যক্সি থেকে নেমে পড়েন।

আর ও পড়ুন    পূর্ণদৈর্ঘ্য ছবিতে এবার কি আসতে চলেছেন শাহরুখ (Shah Rukh) কন্যা সুহানা (Suhana) খান?

সেই ব্যাগে তাঁর বাবার চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি, বাবার পেনশনের বই, অবসর সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ছিল। কিন্তু তিনি ট্যাক্সি নম্বর জানতেন না। হাওড়ায় নেমে যখন জানতে পারেন সমস্ত নথি সহ ব্যাগ খোয়া গিয়েছে ততক্ষণে ট্যাক্সি বেরিয়ে গিয়েছে। এরপর হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডে অফিসে তিনি এই নিয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে ট্রাফিক পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে  প্রথমে ট্যাক্সিচালককে সনাক্ত করা হয়। এরপর ট্যাক্সিচালক দীনেশ মাহাতোকে ট্রাফিকের অফিসে ডেকে সেই ব্যাগ উদ্ধার করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top