ঝড়ে গাছ পড়ল লাইনে, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার বিকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। কলকাতায় অবশ্য তেমন বৃষ্টি হয়নি।বিকেল ৫টা নাগাদ শহরের আকাশ কালো করে ঝড় শুরু হয়।প্রায় ১ ঘণ্টা ধরে চলে সেই ঝোড়ো হাওয়ার দাপট।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার বিকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। কলকাতায় অবশ্য তেমন বৃষ্টি হয়নি।বিকেল ৫টা নাগাদ শহরের আকাশ কালো করে ঝড় শুরু হয়।প্রায় ১ ঘণ্টা ধরে চলে সেই ঝোড়ো হাওয়ার দাপট।রেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহ মেন শাখায়।উত্তর ২৪ পরগনার পলতা স্টেশনের কাছে গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন (Train) চলাচল। যার জেরে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার বিকেলে জেলার কয়েকটি জায়গায় প্রবল ঝড় হয়।সেই ঝড়েই পলতায় দু’টি আপ লাইনের একটিতে গাছ পড়ে গিয়েছে। যার জেরে বিকেল ৫টা ২০ থেকে বন্ধ ট্রেন চলাচল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগের জেরে ট্রেন (Train) চলাচল।ঘটনাস্থলে আমাদের টিম চলে গিয়েছে।যত দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।’’
অন্যদিকে তীব্র গরমে রেল লাইনে কিছুটা বেঁকে যাওয়ায় বেশ কিছুক্ষন ট্রেন চলাচল বন্ধ ছিল আরামবাগ তারকেশ্বর (Arambagh-Tarakeswar) শাখায়। এবার এই শাখাতেই ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ তারকেশ্বর-আরামবাগ-গোঘাটের ট্রেন চলাচল। মঙ্গলবার বিকালে কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা। এদিন বিকাল থেকে প্রবল ঝড়ে খানাকুলের কোলেপুকুর এলাকার পেট্রোল পাম্পের শেড ভেঙে পড়ে। সূত্রের খবর, ঘটনার সময় পাম্পের কর্মীরা ছাড়াও বেশকয়েকজন গ্রাহক পাম্পে ছিলেন। কমবেশী তাদের অনেকেই আহত হয়েছেন বলে খবর। তাদের চিকিৎসার জন্য খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন – সন্ত্রাসদমন আদালতে জামিন পেলেন ইমরান, দুর্নীতি মামলায় জামিন স্ত্রী বুশরা বিবিরও
ঘটনায় সময় পাম্পে দাঁড়িয়ে ছিল দুটি গাড়ি। সেগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। অন্যদিকে আরামবাগ-তারকেশ্বর লাইনের মায়াপুর-আরামবাগের মধ্যবর্তী জায়গায় ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে বলেও জানা যাচ্ছে।