দুর্ভোগের আশঙ্কা ! বারাসত-হাসনাবাদ শাখায় দু’দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল,

দুর্ভোগের আশঙ্কা ! বারাসত-হাসনাবাদ শাখায় দু’দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দুর্ভোগের আশঙ্কা ! বারাসত-হাসনাবাদ শাখায় দু’দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল, ডাবলিংয়ের কাজ হবে। তাই দু’দিন বারাসত-হাসনাবাদ শাখায় কোনও টিরেন চলাচল করবে না। সোমবার বিবৃতি দিয়ে এ কথা জানাল পূর্ব রেল। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এই দু’দিন বারাসত-হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলাচল করবে না। ১৯ তারিখ থেকে আবার ওই শাখায় ট্রেন চলাচল শুরু হবে।

 

 

 

 

 

 

বারাসত থেকে হাসনাবাদের মধ্যে মোট ১৭টি স্টেশন রয়েছে। রোজ লক্ষ লক্ষ যাত্রী এই শাখায় যাতায়াত করেন। সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে পূর্ব রেলের এই কাজের জন্য দুর্ভোগে পড়তে হতে পারে যাত্রীদের। সেই জন্য রেলের তরফ থেকে আগাম ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে। কৌশিক মিত্র বলেছেন, “পূর্ব রেলের এই কাজের ফলে বারাসত-হাসনাবাদ শাখায় যাতায়াত করা যাত্রী সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ডাবলিংয়ের এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল যাত্রীদের কাছে আমরা আগাম ক্ষমাপ্রার্থী।”

 

 

আরও পড়ুন –  কয়লা পাচার মামলা! বিকাশ মিশ্রের বয়ান রেকর্ড, অবশেষে বিকাশ মিশ্রকে হেফাজতে নিয়ে…

 

মঙ্গলবার এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “আগামী সোমবার অর্থাৎ ১৭ এপ্রিল থেকে শিয়ালদহ ডিভিশনে সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে ডাবলিংয়ের কাজ শুরু করবে পূর্ব রেল। ১৬ এপ্রিল, রবিবার রাত ১২টা থেকে শুরু হবে এই ডাবলিংয়ের কাজ। দু’দিন চলবে এই কাজ। অর্থাৎ ১৭ এপ্রিল রাত থেকে শুরু হয়ে শেষ হবে ১৮ এপ্রিল রাত ১২টায়। এই দু’দিন বারাসত-হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলাচল করবে না। ১৯ এপ্রিল থেকে ফের ওই শাখায় ট্রেন চলাচল শুরু হবে।” তিনি আরও বলেন, “পূর্ব রেলের এই কাজের ফলে বারাসত-হাসনাবাদ শাখায় যাতায়াত করা যাত্রী সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ডাবলিংয়ের এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল যাত্রীদের কাছে আমরা আগাম ক্ষমাপ্রার্থী।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top