Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
রেলমন্ত্রীর কাছে ট্রেন-সহ রেল উন্নয়নের একাধিক তুলে ধরেন সুকান্ত

বালুরঘাট থেকে সরাসরি চালু হোক দক্ষিণ ভারতের ট্রেন,রেলমন্ত্রীর কাছে দাবি সুকান্তর

বালুরঘাট থেকে সরাসরি চালু হোক দক্ষিণ ভারতের ট্রেন,রেলমন্ত্রীর কাছে দাবি সুকান্তর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বালুরঘাট থেকে সরাসরি চালু হোক দক্ষিণ ভারতের ট্রেন,রেলমন্ত্রীর কাছে দাবি সুকান্তর , বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের যশবন্তপুর ও বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চালু করতে হবে নতুন ট্রেন। লোকসভা নির্বাচনের আগে এরকমই একাধিক দাবি নিয়ে রেলমন্ত্রীর কাছে দরবার করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বুধবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে বালুরঘাটের নতুন ট্রেন-সহ রেল উন্নয়নের একাধিক তুলে ধরেন তিনি। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প এবং গাজল গুঞ্জরপুর ভায়া ইটাহারের ঘোষিত রেললাইন সম্প্রসারণের জন্য নতুন করে দাবি জানানো হয়েছে বলে খবর। এছাড়াও বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুরকে অমৃতভারত স্টেশন এবং রেলের জমিতে একটি স্টেডিয়াম বানানোর জন্য প্রস্তাব দেওয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। এদিকে বাংলার অন্যান্য জেলার মতো দক্ষিণ দিনাজপুরের বহু মানুষই চিকিৎসার জন্য প্রতি বছর দক্ষিণ ভারতে যান। সে কারণেই সরাসরি দক্ষিণ ভারতের ট্রেন দাবি অনেকদিনের।

 

 

 

 

 

 

এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “জেলার উন্নয়ন নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের ট্রেন, বন্ধ হয়ে যাওয়া রেল প্রকল্প সহ নানা বিষয়ে আলোচনা করেছি। রেলমন্ত্রী বলেছেন, রেল উন্নয়নের জন্য তিনি সহযোগিতা করবেন।” এছাড়াও বালুরঘাট-হিলি রেল প্রকল্প এবং জেলার রেলের জমিতে স্টেডিয়াম নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত।

 

 

 

 

আরও পড়ুন – ক্রীড়া ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় জোর দ্বন্দ্ব অরূপ-ডিন্ডার

 

 

 

 

এদিকে বাংলার অন্যান্য জেলার মতো দক্ষিণ দিনাজপুরের বহু মানুষই চিকিৎসার জন্য প্রতি বছর দক্ষিণ ভারতে যান। শুধু যে জেলার মানুষ যান এমনটা নয়। সীমান্তবর্তী হিলি থেকে প্রতিদিনই প্রচুর বাংলাদেশীরা বালুরঘাট হয়ে দক্ষিণ ভারতের দিকে যায়। ঠিক সে কারণেই বালুরঘাট থেকে সরাসরি দক্ষিণ ভারতের ট্রেনের দাবি অনেকদিনের।

 

( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top