নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর ,১৪ অক্টোবর, ২০২০: দিঘা সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে ট্রলার ডুবে মৃত্যু হয়েছে এক মৎসজীবির। ট্রলারে থাকা বাকি সাতজন সাঁতরে উঠলেও খোঁজ পাওয়া যায় নি ওই মৎস্যজীবীর।
সুত্রের খবর, মা মহামায়া ট্রলারে করে আজ ভোর বেলায় মাছ ধরতে বেড়িয়েছিলেন মৎসজীবিরা। ।ওই ট্রলারে ছিলেন আটজন মৎসজীবি ।ফিসিং করে ফেরার পথে দিঘা মোহনার কাছাকাছি হঠাৎই সমুদ্রের চড়ায় ধাক্কা খায়।উল্টে যায় ট্রলার টি।কোনরকমে সাত মৎসজীবি সাঁতরে পাড়ে উঠলেও বাকি একজন নিখোঁজ হয়ে যায়।
আরও পড়ুন…বড়লোক বাড়ির মেয়েকে বিয়ের দায় পুলিশের মারে প্রান গেল কাকার
এর পরে সকাল ৯টার জোয়ারে শংঙ্করপুর থেকে দেহ উদ্ধার হয়েছে।