নিউজ ডেস্ক পশ্চিম বর্ধমান ৫ নভেম্বর ২০২০: কথাতেই আছে একটি গাছ একটি প্রাণ। এককথায় বলা হয় মানুষের বেঁচে থাকার রসদ। সেই গাছ চুরি হয়ে গেলে মানুষ বাঁচবে কিভাবে! এসব ভাবনা ভুলে গিয়ে মানুষ মেতেছে টাকার নেশায়।
সম্প্রতি দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সুকান্ত পল্লী এলাকা থেকে প্রায় চুরি হয়ে যাচ্ছে গাছ। কোকওভেন থানাকে বিষয়টি জানানো হলেও কাজের কাজ বলতে কিছুই হয়নি। বৃহস্পতিবার সকালে ফের দুষ্কৃতীরা গাছ কাটতে এলে স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে পরে দুষ্কৃতীরা । অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় কিছু লোকজন এই অপকর্মে জড়িত, আর যার মাসুল দিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ফের তারা কোকওভেন থানাকে জানাবেন, জানাবেন স্থানীয় পুরপিতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এরপরও কাজের কাজ কিছু না হলে প্রয়োজনে স্থানীয় ঐ দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে জানিয়ে দিয়েছেন সুকান্ত পল্লী ক্যানেল পাড় এলাকার লোকজন।
আরও পড়ুন…উদ্ধার ব্রাউন সুগার ,গ্রেফতার পিতা ও কন্যা
স্থানীয় পুরপিতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুলিশ আর বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে এবার তারা আইনমোতাবেক ব্যবস্থা নেবে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।