ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান

ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান। ঝাড়গ্রাম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো দলের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান ।রবিবার কোথাও পদযাত্রা, কোথাও বাইক মিছিল, কোথাও কেক কেটে, কোথাও মিষ্টি বিতরণ করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূল কংগ্রেসের নেতাও কর্মীরা। ঝাড়গ্রাম শহরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেস।

 

ওই পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা,জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, মহিলা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভানেত্রী নিয়তি মাহাতো, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নবু গোয়ালা ,কাউন্সিলর অজিত মাহাতো ও গৌতম মাহাতো সহ আরো অনেকে।ওই পদযাত্রার মাধ্যমে ঝাড়গ্রাম সহবাসীকে নববর্ষের ও তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তৃণমূল কংগ্রেসের নেতাও কর্মীরা । ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কেক কেটে মিষ্টি বিতরণ করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ।

 

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্রধান কবিতা ঘোষ, রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। একইভাবে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে সাঁকরাইল ব্লকের ছত্রী ,পাথরা ,ধানঘোরী এলাকায় বাইক মিছিল বের আয়োজন করে তৃণমূল কংগ্রেস।

 

ওই বাইক মিছিলে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউথ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। ওই বাইক মিছিলের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমলকান্ত রাউথ। ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলিতে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে যথাযথ মর্যাদার সাথে দলের ২৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম গ্রামিন ব্লকের সভাপতি নরেন মাহাতো।

আরও পড়ুন –  পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব

ওই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দের পাশাপাশি দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে যথাযথ মর্যাদায় দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বিভিন্ন এলাকায় দলীয় পতাকা তুলে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাতো।

 

এছাড়াও গোপীবল্লভপুর এক, গোপিবল্লভপুর ২ ,নয়াগ্রাম ,জামবনি ও বিনপুর ১ এবং ২ ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। ঝাড়গ্রাম পেপার মিলের সামনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতা বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়। ওই অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। ঝাড়গ্রাম জেলা জুড়ে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top