বুক চিতিয়ে লড়াই করুন, দলীয় কর্মীদের বার্তা অভিষেকের, বিধানসভা নির্বাচনের পর এবার পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই। এবার বিরোধীদের পঞ্চায়েত নির্বাচনে এক ছটাক জমি না ছাড়ার হুঙ্কার দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Trinamool General Secretary Abhishek Banerjee)। মঙ্গলবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকে অভিষেক ( Abhishek Banerjee) সাফ জানালেন, “ত্রিস্তরীয় পঞ্চায়েত আমি নিজে থাকব পূর্ব মেদিনীপুরে।” মঙ্গলবার থেকেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) জেলা পূর্ব মেদিনীপুরে শুরু হল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। তাতেই অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মুখে গোটা রাজ্যে চলছে তৃণমূলের (TMC) নবজোয়ার কর্মসূচি। মঙ্গলবার থেকেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)জেলা পূর্ব মেদিনীপুরে শুরু হল এই কর্মসূচি। তাতেই অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকালে পটাশপুরে আসেন অভিষেক (Abhishek Banerjee)। সেখানেই কয়েক হাজার কর্মী-সমর্থক তাঁকে স্বাগত জানান। এরপরই পটাশপুরের বঙ্গুরচক মোড়ে জনসভা থেকে বক্তব্য রাখেন অভিষেক (Abhishek Banerjee)। অংশ নেন রোড শোতে।
আরও পড়ুন – বাইরনের তৃণমূলে যোগদান নিয়ে কিছু জানেন না মুখ্যমন্ত্রী ,মমতার গলায় শোনা গেল…
আরও পড়ুন – পায়ের অবস্থা ভাল নেই পার্থর, বললেন ‘সেটাই দুর্ভাগ্যের, প্রদীপের নীচেই অন্ধকার’,
পটাশপুর মার্কেটের জনসভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “পঞ্চায়েত নির্বাচনে বলছে সব সাফ করে দেব। আমি নিজে পূর্ব মেদিনীপুরে থাকব। আপনারা চিন্তা করবেন না। বুক চিতিয়ে লড়াই করুন। এক ছটাক জমি এই বিজেপির গাদ্দারদের ছাড়ব না। প্রত্যেকটা পঞ্চায়েত, সমিতি, জেলা পরিষদে বুক চিতিয়ে লড়াই হবে। আপনারা কেউ এক ছটাক জমি নিজের বুথে ছাড়বেন না।”
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )