বিস্ফোরক মামলায় NIA-এর জালে তৃণমূল নেতা, আটক করে জেরা চালাচ্ছে NIA , এনআইএ-এর জালে তৃণমূল কংগ্রেস নেতা। বাড়ি থেকে তাঁকে আটক করলেন তদন্তকারীরা। তৃণমূল কংগ্রেস নেতা ইসলাম চৌধুরীকে তাঁর বাড়ি থেকে আটক করল এনআইএ। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের তাঁর বাড়িতে আচমকাই হানা দেন তদন্তকারীরা। পঞ্চায়েত নির্বাচনের পরপরই বিস্ফোরক মামলায় এলাকার তৃণমূল নেতার আটকের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ইসলাম চৌধুরী মুরারই ২ ব্লকের কুশমোড়-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ইসলামের স্ত্রী। ইসলাম ওই এলাকার অঞ্চল সভাপতি। বীরভূমে অবৈধ বিষ্ফোরকের ব্যবসা করার অভিযোগে আগেই তিন জনকে গ্রেফতার করেছে এনআইএ। তার মধ্যে রয়েছে নলহাটির পাথর ব্যবসায়ী মনোজ ঘোষ নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এক গ্রাম পঞ্চায়েতের সদস্য। তারপর ইসলাম চৌধুরী নামে আরও একজন তৃণমূল কংগ্রেসের সদস্যকে আটক করে জেরা করায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ইসলামের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। রয়েছে আরও বেশ কিছু নথি। বিষয়টি নিয়ে এখনও তৃণমূল, বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন – নুসরত জাহানকে নিয়ে বিতর্কের মাঝে বিজেপি সাংসদ লকেটের ‘চিট ফান্ড যোগ’ নিয়ে…
রাত তখন অনেকটাই।রাতের খাওয়া সেরে শুতে চলে গিয়েছিলেন তৃণমূল নেতা। আচমকাই দরজায় কড়া নাড়ে। দরজা খুলেছিলেন তৃণমূল নেতার পরিবারের এক সদস্য। এনআইএ আধিকারিকরা তাঁর পরিচয় দেন। পাশ থেকে বাড়ি ঘিরে ফেলা হয়। বাড়ি ইসলামকে আটক করেন এনআইএর তদন্তকারী গোয়েন্দারা। তাঁকে নিয়ে আসা হয় পাইকর থানায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএর গোয়েন্দারা।