অনুব্রতহীন বীরভূম !কী হবে আগামী দিন?কলকাতায় ফিরহাদের দ্বারে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ, জেলার দায়িত্বে থাকা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে কলকাতা পুরভবনে দেখা করতে এলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ (Birbhum Trinamool leader Kajal Sheikh)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুব্রতর গ্রেফতারির পর থেকে বীরভূমে তৃণমূলের (Trinamool Congress) অন্দরের রাজনীতিতে বেশ কিছু বড়সড় বদল ঘটতে শুরু করেছে।অনুব্রতহীন বীরভূম। কী হবে আগামী দিন?কলকাতা (Kolkata) পুরসভায় মেয়র তথা মন্ত্রীর ঘরে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। সূত্রের খবর, অনুব্রতহীন বীরভূমে শাসক দলের গোষ্ঠী কোন্দল রীতিমত চরমে উঠেছে। সংগঠন অনেকটাই ধাক্কা খেয়েছে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর থেকে। এই প্রেক্ষাপটে জেলার রাজনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতেই ফিরহাদ হাকিমের দুয়ারে এলেন কাজল শেখ, এমনই মত ওয়াকিবহাল মহলের।
প্রসঙ্গত, শেষবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার পর কাজল শেখ কোর কমিটিতে জায়গা পান। দক্ষ সংগঠক হিসাবে জেলায় তাঁরও বেশ পরিচিতি রয়েছে। অনুব্রত কারাবন্দি হওয়ার পর বীরভূমের দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়েও জল্পনা তীব্র হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কাজল শেখের পাশাপাশি বিধায়ক অভিজিৎ (রানা) সিংহর নাম নিয়েও চলছে জল্পনা। অনুব্রতর মেন্টর হিসাবেও পরিচিতি রয়েছে এই রানার। নাম শোনা যাচ্ছে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীরও।
আরও পড়ুন – ‘জওয়ান’ ছবিতে শাহরুখের অ্যাকশন দৃশ্য ফাঁস অনলাইনে
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুব্রতর গ্রেফতারির পর থেকে বীরভূমে তৃণমূলের (Trinamool Congress) অন্দরের রাজনীতিতে বেশ বড়সড় বদল ঘটতে শুরু করেছে। দ্রুত বদলে যাচ্ছে একাধিক সমীকরণ। এদিকে এরইমধ্যে জেলায় তৈরি হয়ে গিয়েছে তৃণমূলের নতুন কোর কমিটি। তারপর থেকে প্রায়শই আসছে গোষ্ঠীকোন্দলের অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বেড়েছে শাসকদলের। দলের নেতাদের বিরুদ্ধে প্রায়শই মুখ খুলতে দেখা গিয়েছে নানুরের নেতা কাজল শেখকে। অনুব্রত আসানসোলের জেলে থাকাকালীন বিস্ফোরক অভিযোগ করেছেন এই কাজল শেখ। তাঁর স্পষ্ট দাবি, আসানসোল জেলে থাকাকালীন ফোনে কথা বলতেন এলাকার নেতাদের সঙ্গে। কী ভাবে কাজ চলবে দলের, প্রশাসনিক সিদ্ধান্ত কীভাবে সমস্ত বিষয়েই হস্তক্ষেপ করতেন বলে অভিযোগ। কথা বলতেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে। এবার এই কাজলের সঙ্গে ফিরহাদের সাক্ষাৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।