২২শে ফেব্রুয়ারি তৃনমূলের রিপোর্ট কার্ড প্রকাশ

২২শে ফেব্রুয়ারি তৃনমূলের রিপোর্ট কার্ড প্রকাশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২২শে ফেব্রুয়ারি তৃনমূলের রিপোর্ট কার্ড প্রকাশ । টানা তিন দশকের বাম আমলের অবসান ঘটিয়ে শিলিগুড়ি পুরনিগমের ঐতিহাসিক জয়ের ধ্বজা ওঠে তৃনমূলের হাতে। বাম আমলের দীর্ঘ জড়া কাটিয়ে নয়া তৃনমূল বোর্ডের এক বছরে ঢেলে উন্নয়ন কাজের রিপোর্ট কার্ড পেশ করবে পুরনিগম। এক বছরে শিলিগুড়ি শহরে তৃনমূল বোর্ডের হাত ধরে বিজ্ঞান সম্মত উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা নবীকরনের ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা, ৫০০কোটির মেগা জল প্ৰকল্প, শহরের লাইফলাইন মহানন্দাকে বাঁচাতে এসটিপি প্ল্যান্ট এর মতো একাধিক বড় প্ৰকল্প এর বাস্তবায়ন ঘটছে।

 

পাশাপাশি বাম আমল থেকে চূড়ান্ত হেনস্থার পরিবর্তে কর, জন্ম, মৃত্যু নিবন্ধিকরন থেকে সম্পত্তি কর, জলকর, হাতের মুঠোয় অনলাইন পরিসেবা পৌঁছে দেওয়া হয়েছে নাগরিকদের। পুরনিগম ভবন সংস্কার, চার তলার নয়া পুর ভবন নির্মানের কাজের মতো গুচ্ছের কাজ এক বছরের মাথায় সফলতার প্রমান হিসেবে রয়েছে।আর কোভিডের ২০২১এর প্রশাসক বোর্ড এর সময় কাল থেকে দুই বছরের যাবতীয় পুঙ্খানুপুঙ্খ কাজের হিসেব তুলে দেওয়া হবে নাগরিকদের হাতে। মূল্যায়ন করবে নাগরিকেরাই।

 

শনিবার টক টু মেয়র অনুষ্ঠানের মাঝেই সেকথা জানান মেয়র গৌতম দেব। এদিন মেয়র বলেন-আগামী ২২শে ফেব্রুয়ারি আমাদের বোর্ডের ক্ষমতায় আসার এক বছর পুর্ন হবে। সেদিনই কাজের শ্বেতপত্র প্রকাশ করবো। এক বছর পূর্তি উপলক্ষে পুরনিগমে একটি অনুষ্ঠান করে তা প্রকাশ করা হবে। কোভিডের সময়কালে ২০২১-এ তৃনমূল পুর প্রশাসক বোর্ডের দায়িত্বে থাকাকালীন সময়কাল থেকে পুরনিগম নির্বাচনের ক্ষমতা দখলের পর নতুন বোর্ডের প্রায় এক বছরের উন্নয়ন কাজের খতিয়ান তুলে ধরা হবে।

 

বিগত দুই বছরে শিলিগুড়ি শহরের আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। বিজ্ঞান সম্মত উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা নবীকরনের ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা হয়েছে। প্রথমে বেশ কয়েকটি ওয়ার্ডে পাইলট প্রজেক্ট আকারে নিত্যদিন আবর্জনা পুনঃনবীকরনের উদ্যোগ নেওয়া হয়। এরপর ধীরে ধীরে শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে রাস্তাঘাট উন্নয়ন কাজে করা হয়েছে।

আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে

বাম আমল থেকে চূড়ান্ত হেনস্থার পরিবর্তে কর, জন্ম, মৃত্যু নিবন্ধিকরন থেকে সম্পত্তি কর, জলকর, হাতের মুঠোয় অনলাইন পরিসেবা পৌঁছে দেওয়া হয়েছে নাগরিকদের। এই সমস্ত বিষয় গুলি তুলে ধরা হবে। মেয়র গৌতম দেব বলেন- সম্মত উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা নবীকরনের ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা হয়েছে। লিগাসি ওয়েস্টের ইতিমধ্যেই পুননবিকরন সম্ভব হয়েছে। ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট এর কাজ হচ্ছে। পাঁচ একর জমির ওপর এজেন্সি বেশ কিছু পরিকল্পনা আছে। রাইসকে দিয়ে হিল কার্ট রোডের বিকল্প রাস্তার সমীক্ষার কাজও চলছে। মহানন্দা সেতুর সমীক্ষা করা হচ্ছে। এছাড়া এসটিপি, মেগা জল প্রকল্প, অনলাইন পরিষেবার মতো একাধিক মাইলস্টোন গড়ছে একবছরে পুরনিগম বলেই জানান তিনি।

 

অন্যদিকে বিজেপিকেও আক্রমন করে তিনি বলেন অসত্য মিথ্যের ওপর দাঁড়িয়ে থাকা রাজনৈতিক দল। জল প্ৰকল্প এর ৬২%অর্থ রাজ্য দেবে ৩৩%তাদের। পুরনিগম দেবে আরও ৫%। অন্যদিকে এদিন কাউন্সিলর যতন রায়ের বিরুদ্ধে এদিন মেয়রের কাছে টক টু মেয়র ফোন করে অভিযোগ জানান এক মহিলা। তার অভিযোগ তিনি তার জমি বিক্রি করবেন অথচ রেজিস্ট্রি কথা হয়ে এলেও বাধা দিচ্ছেন কাউন্সিলর যতন সাহা। তার বক্তব্য আট ফুট জায়গা ছাড়তে হবে মহিলাকে। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মেয়র।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top