বাংলার’দিদি’ কে আটকাতে ত্রিপুরায় (tripura) বিজেপির হাতিয়ার আর এক ‘দিদি (didi)

did
did
বাংলার'দিদি' কে আটকাতে ত্রিপুরায় (tripura) বিজেপির হাতিয়ার আর এক 'দিদি (didi)
ছবি সংগ্রহ ; সাইন টিভি

 

দিদি” বনাম ত্রিপুরার ” দিদি” (didi)। হ্যা ত্রিপুরা দখলের লক্ষ নেওয়া তৃণমূলকে আটকাতে এবার ত্রিপুরা বিজেপির ‘ তুরুপের তাস’ আর এক দিদি, (didi) অর্থাৎ প্রতিমা ভৌমিক। ত্রিপুরার (tripura) মানুষের মুখে ‘দিদি’ (didi) নামে পরিচিত তিনি। ইতিমধ্যেই ত্রিপুরা (tripura) দখলে কোমড় বেধে নেমেছে তৃণমূল। প্রায় নিয়ম করে নেতা-মন্ত্রী-সাংসদদের এই রাজ্যে পাঠাচ্ছে তৃণমূল ।

 

আজ সোমবার ১৬ অগস্ট, বাংলার মতো ত্রিপুরাতেও (tripura) ‘খেলা হবে দিবস’ পালন করবে তৃণমূল। সেই কারণেই ত্রিপুরায় থাকছেন ৯ জন তৃণমূল সাংসদ ও মন্ত্রী ব্রাত্য বসু। সেদিন আগরতলায় দশ হাজার মানুষ নিয়ে মিছিল করার দাবি করেছেন ব্রাত্য।

 

আর সেইদিনই নিজের রাজ্যে ফিরছেন ‘ ত্রিপুরার (tripura) মমতা ‘ প্রতিমা ভৌমিক। আর তাকে নিয়েই তৃণমূলের সেই কর্মসূচির পাল্টা ওইদিন থেকেই মাঠে নামছে বিজেপিও। যার প্রধান মুখ ত্রিপুরা অধিবাসী হিসাবে এই রাজ্য থেকেই সদ্য মোদী মন্ত্রীসভায় সুযোগ পাওয়া প্রতিমা ভৌমিক।

 

ত্রিপুরা বিজেপি সূত্রে খবর, ১৬ অগস্ট থেকে টানা চারদিন ‘আশীর্বাদ যাত্রা’ কর্মসূচি নিয়েছে বিজেপি। ঠিক হয়েছে প্রতিমা ভৌমিককে বিমানবন্দর থেকে বিজেপি সদর দফতর অবধি বাইক মিছিল করে নিয়ে আসা হবে৷ এর নাম দেওয়া হয়েছে আশীর্বাদ যাত্রা৷ চার দিন ধরে এই যাত্রা চলবে। ত্রিপুরার আটটি জেলায় মোট ২০টি বড় অনুষ্ঠান হবে। সব মন্ত্রী, বিধায়ক, সাংগঠনিক নেতা ও বিশেষ ব্যক্তিদের নিয়ে হবে সৌজন্য অনুষ্ঠান। এমনকী জিমন্যাস্ট দীপা কর্মকারের বাড়িতেও যাবেন তিনি।

 

আর ও পড়ুন  কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৩০ বছরের সম্পর্ক ছেদ করলেন সুস্মিতা দেব ( Sushmita Dev )

 

১৭ অগস্ট কল্যাণপুরে গ্রামীণ নাগরিক সংবর্ধনা দেওয়া হবে প্রতিমা ভৌমিককে। ১৮ অগস্ট ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন তিনি।১৯ অগস্ট কমলাসাগরে যাবেন কালী মন্দিরে পুজো দিতে। অর্থাৎ, মোদ্দা কথা, যে মহিলা ভোটকে ত্রিপুরায় পাখির চোখ করেছে তৃণমূল, তা নিজেদের দখলে রাখতে রাজ্য থেকে হওয়া মহিলা কেন্দ্রীয় মন্ত্রীকেই সামনে রাখতে চাইছে বিজেপি।

 

সূত্রের খবর, বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের কাজে খুব একটা সন্তুষ্ট নন রাজ্য বিজেপির বড় অংশ, এমনকী কেন্দ্রীয় নেতৃত্বও যে বিপ্লব দেবের উপর খুশী তাও বলা যাবে না, এমনকী বর্তমান মুখ্যমন্ত্রীকে ২০২৩ এর বিধানসভায় সাফল্য আসবে বলেও মনে করছে না রাজ্য বিজেপি। তাই এবার জোড় দেওয়া হচ্ছে প্রতিমা ভৌমিকের উপর। রাজ্যে যার পরিচয় ‘দিদি’ বলেই। এই প্রতিমা ভৌমিক জন্ম গত তিন দশক ধরে আরএসএসের নানা দায়িত্ব পালন করে এসেছেন।

 

তারই পুরস্কার হিসেবে এবারও কেন্দ্রে মন্ত্রিত্ব পেয়েছেন তিনি। বিজেপি মন্ত্রিসভা রদবদলে এবার গুরুত্ব দিয়েছিল নিপীড়িত শোষিত আদিবাসী সমাজের প্রতিনিধি তুলে আনার দিকে। জোর দেওয়া হয়েছিল মহিলা প্রতিনিধি বাড়ানোর ক্ষেত্রেও। সেই কারণেই এবার ঠাঁই পেয়েছেন প্রতিমা। আর প্রতিমার সেই মন্ত্রী হওয়াকেই এবার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেব বিজেপি।