আক্রান্ত শাসক-বিরোধী!ভোটের ফল প্রকাশের পরেই বিক্ষিপ্ত অশান্তি ত্রিপুরায়, প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে বললেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের ফল প্রকাশের পরে একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে ত্রিপুরায় (Tripura)। শাসক-বিরোধী একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে। রাজ্যের একাধিক জায়গায় অশান্তি নিয়ে পালটা তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাণিক সাহা (Manik Saha)। তিনি নিজে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন।
তোপ, কটাক্ষ, পাল্টা! ভোটের ফল প্রকাশের পরেই বিক্ষিপ্ত অশান্তি ত্রিপুরায়, আক্রান্ত শাসক-বিরোধী, অন্যদিকে পাল্টা অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের তরফে,মুখ্যমন্ত্রী মাণিক সাহা (Manik Saha) তিনি জানিয়েছেন, “ভোটের ফলাফল ঘোষণার পরে তিপ্রামোথার রাজনৈতিক সন্ত্রাসে আক্রান্ত হয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা শ্রী পঙ্কজ দেবনাথ এবং শ্রী নারায়ণ দেবনাথ। হাসপাতালে গিয়ে তাঁদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যাবতীয় খোঁজখবর নিই এবং সব ধরনের সাহায্যের আশ্বাস প্রদান করি।আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। শান্তিপূর্ণ পরিবেশ এবং আইন-শৃঙ্খলা ভঙ্গ করার যে কোন অপপ্রয়াসকে শক্ত হাতে মোকাবিলা করবে প্রশাসন।শান্তিপূর্ণ নির্বাচন শেষে ফলাফলে সম্পূর্ণ ভাবে গনবর্জিত হয়েও রাজ্যজুড়ে বামপন্থী ও তিপরা মথার হিংসাত্মক কর্মকান্ড বন্ধ নেই। জিবি ট্রমা সেন্টারে রাজনৈতিক আক্রমনে আক্রান্ত ভারতীয় জনতা পার্টির (BJP) নির্ভীক কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করি। আগামীদিনে এধরনের আক্রমণ কিছুতেই বরদাস্ত করা হবে না।”
আরও পড়ুন – কৌস্তভের গ্রেফতারের পর কংগ্রেসকে তুলোধনা দেবাংশু ভট্টাচার্য, কী বললেন দেবাংশু?
অন্যদিকে পাল্টা অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের তরফে, এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, নির্বাচনের ফলাফলের পর মুহূর্তেই নিজেদের মুখোশ উন্মোচন করেছে ত্রিপুরার (Tripura) বিজেপি (Bjp)সরকার।বিরোধীদলের উপর মুহুর্মুহু চলছে নৃশংস অত্যাচার, জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি। মানবাধিকার কমিশন থেকে সিবিআই (Cbi) এখন ঠুঁটো হয়ে বসে আছে। নিশ্চুপ রাজ্য প্রশাসনও।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)