‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে ত্রিপুরা সীমান্তের ৭৫টি গ্রামের নামকরণ, নয়া উদ্যোগ ত্রিপুরা সরকারের ,

‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে ত্রিপুরা সীমান্তের ৭৫টি গ্রামের নামকরণ, নয়া উদ্যোগ ত্রিপুরা সরকারের ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে ত্রিপুরা সীমান্তের ৭৫টি গ্রামের নামকরণ,নয়া উদ্যোগ ত্রিপুরা সরকারের,নামবদল হচ্ছে ত্রিপুরার সীমান্তের ৭৫টি গ্রামের।দেশের স্বাধীনতার ৭৫ বছরে ওই গ্রামগুলির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মানিক সাহার সরকার।ঠিক হয়েছে,দেশের স্বাধীনতার সংগ্রামে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের নামে নামকরণ করা হবে ওই গ্রামগুলির। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,’আজাদি কা অমৃত মহোৎসব’উপলক্ষ্যে সেখানের সীমান্তের ৭৫টি গ্রামের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

কেন্দ্র এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে সেগুলি যাতে ১০০ শতাংশই ওই গ্রামগুলিতে হয় তাও নিশ্চিত করা হবে। আধিকারিকরা জানিয়েছেন,এই উৎসব এবং অনুষ্ঠান সফল করার জন্য এখন থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে।এই নিয়ে ইতিমধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বৈঠক করেছেন সেই রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে।

 

 

 

 

ঠিক হয়েছে,স্বাধীনতা দিবসের দিনে ওই ৭৫টি গ্রামে ‘হর ঘর তিরঙ্গা’কর্মসূচিও পালন করা হবে।সেদিন দেশের অন্য এলাকার মতই ওই ৭৫টি গ্রামের সব বাড়িতেই জাতীয় পতাকা উড়বে। ত্রিপুরার এক আধিকারিক জানান,এই পরিকল্পনা সফল করার জন্য কেন্দ্র ইতিমধ্যেই ৩ কোটি ১৩ লাখ টাকা অনুমোদন করেছে। সেখানে সমাজের সব শ্রেণির মানুষকেই ওই কাজে এবং অনুষ্ঠানে যুক্ত করা হবে।

 

 

 

দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস,সেখানের মানুষ,সংস্কৃতি এবং সাফল্যকে তুলে ধরার কারণেই এই নাম বদল করা হচ্ছে।ত্রিপুরার তথ্য এবং সংস্কৃতি দফতরের সচিব পিকে চক্রবর্তী জানান,জুলাই মাস থেকেই এই কাজ শুরু হচ্ছে।স্বাধীনতা দিবসের আগেই ওই কাজ সম্পূর্ণ করা হবে।

 

 

তিনি বলেন,”ত্রিপুরার ৮টি জেলায় এই গ্রামগুলিকে চিহ্নিত করেছে জেলাস্তরের কমিটি।আমাদের রাজ্যের যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং যাদের অবদান আছে তাঁদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন।”তিনি জানান,ওই গ্রামগুলিতে ৭৫জন স্বাধীনতা সংগ্রামীর মূর্তি বসানো হবে।একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধিত করবে ত্রিপুরার সরকার।

 

 

আরও পড়ুন –  মোদীর মুখে রোজ ভ্যালি, সারদা, গরু এবং কয়লা পাচার , বললেন ‘তৃণমূলের…

 

 

আধিকারিকরা জানান,এই উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে ত্রিপুরায়।সেখানে ম্যারাথন দৌড়,সাইকেল র্যােলি,‘ক্রান্তিবীর মিউজিক্যাল কনসার্ট’,বসে আঁকো প্রতিযোগিতা,নাটক এবং স্বাধীনতা সংগ্রামীদের জীবনী নিয়ে নানা অনুষ্ঠান করা হবে। ত্রিপুরার তথ্য এবং সংস্কৃতি দফতরের সচিব জানান,যে ৭৫টি গ্রামকে চিহ্নিত করা হয়েছে সেই গ্রামগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top